নয়াদিল্লি, ১ নভেম্বর : বিশ্বজয় করেই লিঙ্গবৈষম্য ঘোচানোর জোরালো বার্তা দিলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet kaur)। ক্রিকেট সম্পর্কে বলা হয়ে থাকে–‘জেন্টেলম্যানস গেম’। অর্থাৎ ভদ্রলোকের খেলা। চিরাচরিত এই উক্তি কার্যত উড়িয়ে দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক।
সোমবার সোশ্যাল মিডিয়াতে একটি ছবি পোস্ট করেছেন হরমনপ্রীত। সেখানে দেখা যাচ্ছে, বিশ্বকাপ ট্রফিকে জড়িয়ে ধরে বিছানায় ঘুমিয়ে রয়েছেন তিনি। তাঁর টি-শার্টের পিঠে লেখা—ক্রিকেট ইজ আ জেন্টেলম্যানস এভরিওয়ানস গেম। কিন্তু আ জেন্টেলম্যানস অংশটি কেটে দেওয়া।
নিজের এই ছবির ক্যাপশনে হরমনপ্রীত (Harmanpreet kaur) লিখেছেন, কোটি কোটি মানুষের কিছু স্বপ্ন থাকে। তাই ক্রিকেট সবার খেলা। এই ছবির মাধ্যমে বিশ্বজয়ী অধিনায়ক স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন, এখন আর ক্রিকেটকে শুধু ছেলেদের খেলা বলা যাবে না। ২২ গজের দুনিয়া এখন ছেলে-মেয়ে নির্বিশেষে সবার।
প্রসঙ্গত, রবিবার রাতে বিশ্বকাপ নিয়ে উৎসবের মধ্যেও পূর্বসূরিদের ভোলেননি হরমনপ্রীতরা। মাঠে ছিলেন তিন প্রাক্তন অধিনায়ক অঞ্জুম চোপড়া, মিতালি রাজ এবং ঝুলন গোস্বামী। তিনজনকেই ডেকে নেন হরমনপ্রীতরা। তাঁদের হাতে ট্রফি তুলে দেন। উত্তরসূরিদের সঙ্গে সমানভাবে উৎসবে মেতে ওঠেন মিতালি-ঝুলন-অঞ্জুমরাও। আবেগে ভেসে যান। খেলোয়াড় জীবনে তিনজনেই বিশ্বকাপ ফাইনাল খেলেও ট্রফি জিততে পারেননি। তিন প্রাক্তনীর সেই আক্ষেপ সুদে-আসলে মিটিয়ে দিলেন হরমনপ্রীতরা।
এদিকে, চলতি বছরে আর কোনও খেলা নেই বিশ্বজয়ী দলের। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে যাবেন হরমনপ্রীতরা। সেখানে একটি টেস্ট, তিনটি ওয়ান ডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবেন। আড়াই মাসের অস্ট্রেলিয়া সফরের পর, হরমনপ্রীতরা যাবেন ইংল্যান্ড সফরে। প্রথম দফায় ২৮ মে থেকে ২ জুন, তিনটি টি-২০ ম্যাচ খেলবে ভারত। এরপর ইংল্যান্ডেই টি-২০ বিশ্বকাপ খেলবেন হরমনপ্রীতরা।
আরও পড়ুন-ঘরের মেয়েকে নিয়ে গর্বিত তাজের শহর

