২০২২ কমনওয়েলথ গেমস স্মৃতিদের ম্যাচ দিয়ে ফিরছে ক্রিকেট

২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের মধ্যে লড়াই দিয়ে গেমসে প্রত্যাবর্তন ঘটছে ক্রিকেটের।

Must read

দুবাই, ১ ফেব্রুয়ারি : ২৪ বছর পর কমনওয়েলথ গেমসে ফিরছে ক্রিকেট। ভারত ও অস্ট্রেলিয়ার মহিলা দলের মধ্যে লড়াই দিয়ে গেমসে প্রত্যাবর্তন ঘটছে ক্রিকেটের। চলতি বছর ইংল্যান্ডের বার্মিংহাম শহরে বসছে কমনওয়েলথ গেমসের আসর। সেখানে থাকছে টি-২০ ফরম্যাটে টুর্নামেন্ট।
বার্মিংহাম গেমসে মেয়েদের টি-২০ ক্রিকেটে প্রথম ম্যাচ আগামী ২৯ জুলাই।

আরও পড়ুন-এটা গরিব মধ্যবিত্তের বাজেট নয়

সেদিন হরমনপ্রীত কউর, স্মৃতি মান্ধানারা খেলবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। দু’টি দলই গত টি-২০ বিশ্বকাপের ফাইনালিস্ট। ৮ দলের টুর্নামেন্টে ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়া বাকি দু’টি দল হল পাকিস্তান ও বার্বাডোজ। অন্য গ্রুপে আছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। ১৯৯৮ সালে প্রথম ও শেষবার কমনওয়েলথ গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল। শচীন তেন্ডুলকর, জ্যাক কালিস, মাহেলা জয়বর্ধনের মতো তারকারা খেলেছিলেন। সোনা জিতেছিল শন পোলকের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা।

Latest article