দ্বিতীয় দিনে মাঠে বলই পড়ল না

Must read

সেঞ্চুরিয়ন: হাওয়া অফিসের পূর্বাভাস একেবারে মিলিয়ে দিয়ে সোমবার মাঠে বলই পড়ল না সেঞ্চুরিয়নে। বৃষ্টি (Rain) ও ভেজা আউটফিল্ডের জন্য দফায় দফায় মাঠ পরিদর্শনের পরও খেলা শুরু করার নির্দেশ দিতে পারেননি দুই আম্পায়ার। ভারতীয় সময় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দ্বিতীয় দিনের খেলা (Cricket) বাতিল বলে ঘোষণা করে দেন তাঁরা।

বক্সিং ডে টেস্টে যে বৃষ্টির আশঙ্কা রয়েছে, সেটা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। প্রথম দিনের খেলা ভালয় ভালয় শেষ হলেও এদিন সকালে খেলা শুরুই হতে পারেনি। আগের রাতে বৃষ্টি হওয়ার পর সকালেও ঝিরঝিরে বৃষ্টি জারি ছিল। তবু লাঞ্চ আগে সেরে নিয়ে খেলা শুরুর অপেক্ষায় ছিলেন দু’দলের ক্রিকেটাররা। এমনকী বৃষ্টি অন্তত দু’বার থেমে যাওয়ার পর উইকেটের উপর থেকে কভার সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছিল। কিন্তু তারপর আবার বৃষ্টি নেমে যাওয়ায় সব চেষ্টা বৃথা হয়ে যায়।

আরও পড়ুন-ছক্কায় সেঞ্চুরির লোভ সামলে নিয়েছি : রাহুল

রবিবার প্রথম টেস্টের প্রথম দিন ভারত তিন উইকেট হারিয়ে তুলেছিল ২৭২ রান। কে এল রাহুল ১২২ ও অজিঙ্ক রাহানে ৪০ রানে নট আউট ছিলেন। রাহুলের এটি ছিল সপ্তম টেস্ট সেঞ্চুরি। ২৪৮টি বল খেলে ১৭টি চার ও একটি ছক্কার সাহায্যে তিনি এই রান করেন। রাহানে ৮১ বল খেলে ৮টি বাউন্ডারি মেরেছেন। ভারতের তিনটি উইকেটই নিয়েছেন সিমার নুঙ্গি এনগিডি। তাঁর বোলিং গড় ১৭-৪-৪৫-৩।

তবে এদিন খেলা না হলেও মঙ্গলবার পুরো সময় খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতে বৃষ্টির হাঙ্গামা পুরোপুরি উধাও হয়ে যাচ্ছে না। বাকি তিনদিনে আরও বৃষ্টির কথা জানিয়েছে সেঞ্চুরিয়নের আবহাওয়া অফিস।
ওমিক্রন আতঙ্কের মধ্যেই এই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে। তবু দশদিন পিছিয়ে দিয়ে সিরিজ শুরু হয়েছে। এতে ভারতীয় দল কোনও প্রস্তুতি ম্যাচ পায়নি। কঠোর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। ওমিক্রন আতঙ্কে তাঁদের জন্য ব্যবস্থা রয়েছে হাসপাতালেও। কিন্তু এত কিছুর পরও বৃষ্টির থাবা দ্বিতীয় দিনে খেলা বন্ধ রেখেছে। আরও বৃষ্টির আশঙ্কাই এখন সবার মাথাব্যথা। তবে উইকেটের যা চরিত্র তাতে ব্যাটাররা কিন্তু বড় রান তুলে দিতে পারেন।

Latest article