নয়াদিল্লি, ১৬ অক্টোবর : ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে অন্তর্ভুক্ত হল ক্রিকেট (Cricket- Olympics)। আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সোমবার ভোটাভুটির মাধ্যমে এই প্রস্তাব পাশ হয়ে গেল। ১২৮ বছর পর বিশ্বের সবথেকে বড় খেলাধুলার মঞ্চে ফিরতে চলেছে ক্রিকেট (Cricket- Olympics)। অলিম্পিকের ইতিহাসে এর আগে মাত্র একবারই ক্রিকেট আয়োজিত হয়েছিল। ১৯০০ সালে প্যারিসে। এদিন আইওসি-র সভায় ঠিক হয়েছে, ২০২৮ অলিম্পিকে পুরুষ এবং মহিলা উভয় বিভাগেই ক্রিকেট হবে। ম্যাচগুলো হবে টি২০ ফরম্যাটে। শুধু ক্রিকেট নয়, আরও চারটি খেলা লস অ্যাঞ্জেলস অলিম্পিক অন্তর্ভুক্ত হয়েছে। এদিকে, অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির খবরে উচ্ছ্বসিত শচীন তেন্ডুলকর। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, এক শতাব্দীরও বেশি সময় পর আমাদের প্রিয় খেলা অলিম্পিকে ফিরল। উচ্ছ্বসিত সোনাজয়ী নীরজ চোপড়াও।
আরও পড়ুন- জাম্পার ঘূর্ণিতে অস্ট্রেলিয়ার জয়