রাজারহাটের জমিতে হোক ক্রিকেট স্টেডিয়াম : মুখ্যমন্ত্রী

রাজারহাটের পড়ে থাকা জমিতে নতুন ক্রিকেট স্টেডিয়াম হোক, চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ফুটবল স্টেডিয়াম করবে বলে ফিফা জানিয়েছিল।

Must read

প্রতিবেদন : রাজারহাটের পড়ে থাকা জমিতে নতুন ক্রিকেট স্টেডিয়াম হোক, চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ফুটবল স্টেডিয়াম করবে বলে ফিফা জানিয়েছিল। ১৫ একর জমি পড়ে রয়েছে। আমরা চাই ওখানে একটা ভাল ক্রিকেট স্টেডিয়াম গড়ে উঠুক। জমির ব্যাপারে যা সাহায্য লাগে আমি করব। আইন মেনে সব কাজ হবে। বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবে শতবর্ষ উপলক্ষে তথ্যচিত্র (মশাল, নির্দেশনায় গৌতম ঘোষ) উদ্বোধনের পরে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা চাই বাংলা খেলায় আরও উন্নতি করুক। এখানে খেলোয়াড়ের অভাব নেই। ডুমুরজলা স্টেডিয়াম উদ্বোধন করে বলেন, ওখানে একটা ক্রিকেট অ্যাকাডেমি হোক। মুখ্যমন্ত্রীর কথায়— সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়েছে, ভাল করে ক্রিকেট অ্যাকাডেমি হোক ডুমুরজলায়। ইস্টবেঙ্গল ক্লাবের শর্তবর্ষের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী বলেন, একটা-একটা করে দিন পেরিয়ে ইস্টবেঙ্গল ক্লাব এই জায়গায় এসেছে। ডাউনমেমোরি লেনেকে সবসময় ধরে রাখতে হয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম শিখতে পারে।

আরও পড়ুন-পরিবারের পাশে তৃণমূল, শ্রদ্ধা-শপথে ঝালদায় শেষকৃত্য নিহত মণীশের

মন্ত্রী অরূপ বিশ্বাসের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, অরূপকে কোনও নির্দেশ দিলে সঙ্গে সঙ্গে পালন করে— অনেকটা আমার মতো। ও কাজ ফেলে রাখে না। ইস্টবেঙ্গল মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে বলে মুখ্যমন্ত্রী ৫০ লক্ষ টাকা দিলেন। তিনি বলেন ১,৫৫৫ জন প্রথিতযশাকে মাসিক-সম্মান দেয় রাজ্য সরকার। তিনি বলেন, খেলাধুলোয় বাংলা এখন অনেক এগিয়ে গেছে। আইএসএলে তিনটি দল খেলছে। মোহনবাগান চ্যাম্পিয়ন হয়েছে। সন্তোষ ট্রফিতে জয়ী হয়েছে বাংলা। তারা প্রত্যেকে চাকরি পেয়েছে। এদিনের অনুষ্ঠানে তিন প্রধান ক্লাবের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Latest article