সিডনি, ২ ডিসেম্বর : স্যার ডন ব্র্যাডম্যানের (Don Bradman) একটি ব্যাগি গ্রিন নিলামে উঠছে। কিংবদন্তি স্যার ডন এই ব্যাগি গ্রিন পরে ১৯৪৭-’৪৮ মরশুমে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেছিলেন। প্রসঙ্গত, স্বাধীনতার পর এটাই ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিদেশ সফর। তাই এই সিরিজ চিরদিনের জন্য ক্রিকেট ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।
বিশ্ববিখ্যাত নিলাম সংস্থা বোনহামস আগামী সপ্তাহে এই ঐতিহাসিক ব্যাগি গ্রিন নিলামে তুলবে। প্রাথমিকভাবে দাম রাখা হয়েছে ২ লক্ষ ৬০ হাজার অস্ট্রেলিয়ান ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ২১ লক্ষ টাকা। ভারতের বিরুদ্ধে ওই সিরিজে ছয় ইনিংসে ১৭৮.৭৫ গড়ে মোট ৭১৫ রান করেছিলেন ব্র্যাডম্যান (Don Bradman)। তাঁর ব্যাট থেকে এসেছিল একটি ডাবল সেঞ্চুরি, তিনটি সেঞ্চুরি ও একটি অপরাজিত হাফ সেঞ্চুরি।
সিরিজ শেষ হওয়ার পর ব্র্যাডম্যান ওই ব্যাগি গ্রিন উপহার দেন ভারতীয় দলের ম্যানেজার পঙ্কজ গুপ্তকে। তিনি আবার সেটি উপহার দিয়েছিলেন উইকেটকিপার প্রবীর সেনকে। এরপর বিভিন্ন হাত ঘুরতে ঘুরতে ২০০৩ সালে প্রথমবার নিলামে উঠেছিল এই ঐতিহাসিক ব্যাগি গ্রিন। সেই সময় দর উঠেছিল ৪ লক্ষ ২৫ হাজার অস্ট্রেলিয়ান ডলার। তখন থেকেই এটি নিউ সাউথ ওয়েলসের বাওরালে ব্র্যাডম্যান মিউজিয়ামে রাখা আছে।
আরও পড়ুন- মেঠো হাঙ্গামায় মৃত শতাধিক, গিনির ফুটবল স্টেডিয়ামে মর্মান্তিক ঘটনা