তুরিন: সময়টা খুব খারাপ কাটছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo- Suspension)। সৌদি ক্লাব ফুটবলে নিজের দ্বিতীয় ম্যাচেই হারের স্বাদ পেয়েছেন। আল ইত্তিহাদের কাছে হারের পর ঘুরিয়ে রোনাল্ডোকেই দায়ী করে করেছেন আল নাসেরের কোচ। এবার আরও বড় সমস্যার মুখে পড়তে চলেছেন সিআর সেভেন। দলবদলের সময় আর্থিক অনিয়মের অভিযোগে রোনাল্ডোর প্রাক্তন ক্লাব জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। এবার একই কারণে এক মাসের জন্য নির্বাসিত হতে পারেন রোনাল্ডোও (Cristiano Ronaldo- Suspension)!
যে সময় জুভেন্টাসের বিরুদ্ধে এই আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল, সেই সময় রোনাল্ডো ছিলেন ক্লাবের অন্যতম ফুটবলার। তিনি একা নন, সেই সময় খেলা জুভেন্টাসের ২২ জন ফুটবলারের বিরুদ্ধে তদন্ত চলছে। দোষী প্রমাণিত হলে, এঁদের প্রত্যেককে এক মাসের জন্য নির্বাসিত করা হতে পারে। জুভে কর্তৃপক্ষ নিজেদের নির্দোষ দাবি করলেও, ইতালির আদালত জানিয়ে দিয়েছে, আর্থিক অসঙ্গতির যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। আদালতই জুভেন্টাসের ১৫ পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি দেয়।
আরও পড়ুন-আর্সেনালকে হারাল ম্যান সিটি