দোহা: বিশ্বকাপ শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগেই কাতারে পা রাখলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Qatar- Cristiano Ronaldo)। শনিবার স্থানীয় সময় ভোররাতে দোহা বিমানবন্দরে পৌঁছে যায় রোনাল্ডো-সহ পর্তুগাল দল। কালো রঙের স্যুটে হলিউডের নায়কের মতোই দেখাচ্ছিল সিআর সেভেনকে (Qatar- Cristiano Ronaldo)। বিশ্বকাপ চলাকালীন দোহা থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে আল সামারিয়া শহরের এক সাততারা হোটেলে থাকবেন রোনাল্ডোরা। বিলাসবহুল এই হোটেলের নাম অটোগ্রাফ কালেকশন। গ্রুপ ‘এইচ’-এ ঘানা, উরুগুয়ে ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে রয়েছে পর্তুগাল। ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবেন রোনাল্ডোরা। তবে বিশ্বকাপের আগে স্বস্তিতে নেই রোনাল্ডো। গোটা মরশুম জুড়েই বিতর্ক তাড়া করে বেরিয়েছে তাঁকে। মাঠে যেমন চেনা ফর্মে পাওয়া যায়নি রোনাল্ডোকে। তেমন মাঠের বাইরেও বিতর্কে জড়িয়েছেন। পর্তুগালের কোচ ফার্নান্দো স্যান্টোস অবশ্য আস্থা রাখছেন নিজের সেরা অস্ত্রের উপর। কাতারের বিমান ধরার আগে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, ক্লাব ফুটবলে অফ ফর্মে থাকা রোনাল্ডোকে কি বিশ্বকাপে প্রথম একাদশে রাখবেন? যা হেসে উড়িয়ে দিয়েছেন স্যান্টোস।
আরও পড়ুন-গুজরাতে আম আদমি পার্টির কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছে বিজেপি