মেসি-লেব্রনদের টেক্কা, আয়ে সেরা রোনাল্ডো

Must read

রিয়াধ, ১৩ ফেব্রুয়ারি : গত সপ্তাহেই চল্লিশে পা দিয়েছেন। কিন্তু ফিটনেসে এখনও অনেক তরুণ ফুটবলারকে লজ্জায় ফেলে দিতে পারেন। সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) এবার ফুটবল মাঠের বাইরেও খবরে। বিশ্ব খেলাধুলার আর্থিক বিষয়ের মিডিয়া ‘স্পোর্টিকো’-র হিসাবে বিশ্বের সবথেকে দামী ক্রীড়াবিদের সম্মান পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। এই নিয়ে টানা দ্বিতীয় বছর আয়ে সবাইকে টেক্কা দিলেন রোনাল্ডো। তিনি বহু পিছনে ফেলে দিয়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে। এই তালিকায় চারে রয়েছেন মেসি।

২০২৪ সালে রোনাল্ডোর (Cristiano Ronaldo) মোট আয় প্রায় ২৬ কোটি ডলার। এর মধ্যে সৌদি ক্লাব আল নাসেরের কাছ থেকে চুক্তি বাবদ পেয়েছেন ২১ কোটি ৫০ লক্ষ ডলার। বাকি সাড়ে চার লক্ষ ডলার আয় করেছেন বিভিন্ন স্পনসরশিপ থেকে। এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন কিংবদন্তি বাস্কেটবল তারকা স্টিভেন ক্যারি। ৩৬ বছর বয়সি ক্যারি গত বছর মোট আয় করেছেন ১৫.৩৮ কোটি ডলার। এর মধ্যে চুক্তি থেকে তাঁর আয় ৫.৩৮ কোটি। বাকি ১০ কোটি স্পনসরশিপ থেকে।

আরও পড়ুন- অশান্তির মাঝে মুখ্যমন্ত্রী খুঁজতে ব্যর্থ বিজেপি! মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন গ্রেট ব্রিটেনের বক্সার টাইসন ফিউরি। চুক্তি থেকে ১৪ কোটি এবং স্পনসর থেকে ৭০ লক্ষ, সব মিলিয়ে টাইসনের মোট আয় ১৪.৭০ কোটি ডলার। চারে থাকা মেসি গত বছর মোট আয় করেছেন ১৩.৫০ কোটি ডলার। এর মধ্যে চুক্তি থেকে এসেছে ৬ কোটি। বাকি সাড়ে সাত কোটি স্পনসর থেকে। তালিকার পাঁচে রয়েছেন আরেক কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রন জেমস। ২০২৪ সালে তাঁর মোট আয় ১৩.৩২ কোটি ডলার। এর মধ্যে চুক্তি বাবদ পেয়েছেন ৪.৮২ কোটি। আর বাকি ৮.৫০ কোটি স্পনসর থেকে। তালিকার ছয়ে নেইমার দ্য সিলভা। তাঁর মোট আয় ১৩ কোটি ৩০ লক্ষ ডলার।

Latest article