১০০০ গোলে চোখ রোনাল্ডোর

Must read

রিয়াধ, ২৯ অগাস্ট : কবে থামবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)! প্রশ্নটা মাঝেমধ্যেই উঠে। আবার থেমেও যায়। কারণ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে পর্তুগিজ মহাতারকা যে গোলের পর গোল করেই চলেছেন। তাই প্রশ্নটা বদলে যায়, কোথায় গিয়ে থামবেন সিআর সেভেন?
বন্ধু তথা প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে নিজের প্রাক্তন সতীর্থ রিও ফার্দিনান্দকে এই প্রশ্নের উত্তর দিয়েছেন রোনাল্ডো। জানিয়েছেন, অবসরের আগে নিজের নামের পাশে এক হাজার গোল দেখতে চান। পেশাদার কেরিয়ারে (ক্লাব ও জাতীয় দল মিলিয়ে) ৩৯ বছর বয়সি রোনাল্ডোর গোলসংখ্যা এই মুহূর্তে ৮৯৯টি। অর্থাৎ লক্ষ্যপূরণে আরও ১০১টি গোল চাই তাঁর। সিআর সেভেন রীতিমতো আত্মবিশ্বাসী, আগামী দু’বছরের মধ্যে এক হাজার গোলের মাইলস্টোন স্পর্শ করে ফেলবেন।

আরও পড়ুন- শীর্ষে থেকে সুপার সিক্সে উঠল ডায়মন্ড হারবার

রোনাল্ডোর (Cristiano Ronaldo) বক্তব্য, ‘‘আমি ১০০০ গোল করতে চাই। চোট-আঘাত সমস্যা না হলে, এটাই আমার কাছে পরের লক্ষ্য। তাড়া করার জন্য আমার কাছে এটাই সেরা মাইলস্টোন। প্রথমে ৯০০ গোল। তারপর ১০০০ গোল। আশা করছি, আগামী দু’বছরের মধ্যেই লক্ষ্যে পৌঁছে যাব।’’ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় পেলে, অ্যালফ্রেডো ডি’স্টেফানোদের মতো কিংবদন্তিদের থেকে এখনও পিছিয়ে রয়েছেন রোনাল্ডো। তিনি বলছেন, ‘‘আমি যতগুলো গোল করেছি, সব ক’টার ভিডিও রয়েছে। আমি ওঁদের সম্মান করি। কিন্তু নিজের কাছে নিজেকে প্রমাণ করতে ভালবাসি। এটা আমার একটা নেশা। তাই ওঁদের সঙ্গে কোনও তুলনায় বিশ্বাসী নই।’’
রোনাল্ডো আরও যোগ করেছেন, ‘‘সেই ১১ বছর বয়স থেকেই নিজের উপর চাপ তৈরি করছি। তখন থেকেই নিজেকে বলতে শুরু করি ‘ক্রিশ্চিয়ানো তুমি বিশ্বের সেরা ফুটবলার’—এভাবেই নিজেকে তৈরি করেছি।’’ তিনি আরও বলেছেন, ‘‘যত বেশি খেলব, ততই শিখব। এটাই আমার ফুটবল দর্শন। জীবন আমাকে শিখিয়েছে, প্রতিটি মুহূর্ত উপভোগ করতে। কারণ আগামীকাল কী হবে, সেটা কেউ জানি না। যেদিন মনে হবে নিজেকে আর সেরা ভাবতে পারছি না। সেদিন ব্যাগ গুছিয়ে চলে যাব।’’

Latest article