দক্ষিণ দিনাজপুরে ২৪ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, রেফার রুখতে বাড়ছে বেড

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছে উন্নয়নের জোয়ার। চিকিৎসা এবং শিক্ষাক্ষেত্রে বরাবরই বিশেষ জোর দিয়েছেন তিনি।

Must read

দুলাল সিংহ, বালুরঘাট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছে উন্নয়নের জোয়ার। চিকিৎসা এবং শিক্ষাক্ষেত্রে বরাবরই বিশেষ জোর দিয়েছেন তিনি। এবার প্রত্যন্ত এলাকায় চিকিৎসা ব্যবস্থার গতি আনতে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালে বাড়ছে সিসিইউ ইউনিটের বেডের সংখ্যা। বর্তমানে এই হাসপাতালে সিসিইউ ইউনিটের বেডের সংখ্যা ৮। যা বাড়িয়ে করা হবে ২৪টি।

আরও পড়ুন-পাশে আছি পরিবারকে আশ্বাস অরূপের

চলতি মাসের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সিসিইউ ইউনিটের বেড সংখ্যা বাড়ানোর জন্য জেলা হাসপাতালের তিনতলায় বর্তমান সিসিইউ ইউনিটের পাশে থাকা একাধিক ঘরগুলির মডিফিকেশনের কাজ বর্তমানে জোরকদমে চলছে। জানা গিয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে এই কাজ শুরু হয়েছে। দ্রুত গতিতে চলছে কাজ। মার্চ মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হয়ে যাবে।

আরও পড়ুন-কাটল জট, ৭ মার্চ থেকে বিধানসভা

কাজ শেষ হওয়ায় কয়েকদিন পর থেকেই রোগীদের জন্য খুলে দেওয়া হবে বর্ধিত শয্যার সিসিইউ ইউনিট। উল্লেখ্য, বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা হাসপাতালের সিসিইউ ইউনিটের বেডের সংখ্যা পর্যাপ্ত না থাকার কারণে রোগীকে অন্য জায়গায় শিলিগুড়ি, জলপাইগুড়ি কিংবা মালদহে যেতে হত। এবার মিটবে সমস্যা। অনেক সময় বেডের অভাবে রোগীকে চিকিৎসার জন্য রেফার করতে হত কিন্তু সিসিইউ ইউনিটের বেডের সংখ্যা বৃদ্ধি হলে আরও বেশি মানুষ এই পরিষেবা পাবে। হাসপাতালের সুপার পার্থসারথি মণ্ডল বলেন, ‘‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের বেডের সংখ্যা কম থাকায় মুমূর্ষু রোগীকে অন্যত্র স্থানান্তরিত করতে হত। এই সমস্যার সমাধান হল। রোগের পাশাপাশি এটি চিকিৎসকদের কাছেও একটি স্বস্তির খবর।’’

Latest article