হুগলি নদীতে জালবন্দি কুমির

Must read

সুস্মিতা মণ্ডল, কাকদ্বীপ :‌ দীর্ঘদিন পর আবারও হুগলি নদী (Hoogly River) থেকে উদ্ধার হল কুমির। শুক্রবার সকালে দক্ষিণ ২৪ পরগনার সাগরের বেগুয়াখালি অঞ্চলের মৎস্যজীবীরা প্রতিদিনের মতো হুগলি নদীতে মাছ ধরছিলেন। সেইসময় নদীর চরে ওই কুমিরটিকে দেখতে পায় কয়েকজন। কুমিরের খবর চাউর হয়ে যেতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রচুর সাধারণ মানুষ কুমিরটিকে দেখার জন্য ভিড় জমাতে থাকে। খবর দেওয়া হয় সাগর কোস্টাল থানার পুলিশের। পুরো এলাকাটিকে ঘিরে ফেলে পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। তারপর স্থানীয় বন দফতরের কর্মীরা এসে কুমিরটিকে জালবন্দি করে। কুমিরটির দৈর্ঘ্য সাড়ে চার ফুট। কুমিরটির বয়স কম হবে বলে স্থানীয়দের অনুমান। তবে সুন্দরবনের পাথরপ্রতিমা ও নামখানা ব্লকের নদীতে কুমিরের দেখা মিললেও সাগরের হুগলি নদীতে (Hoogly River) কুমিরের দেখা মেলে না। অতীতে হুগলি নদীতে কুমিরের বাস ছিল। কিন্তু পরবর্তী সময়ে খুব বেশি মেলেনি। গত বছর ফলতার কাছে হুগলি নদী থেকে একটি কুমির ডাঙায় উঠে এসেছিল। সেই ঘটনার পর এবার সাগরের বেগুয়াখালিতে কুমিরের দেখা মিলল। আপাতত কুমিরটিকে উদ্ধার করে ভগবতপুর কুমির প্রকল্পে নিয়ে যাওয়া হয়েছে। চিকিৎসক ফিট সার্টিফিকেট দিলে নদীতে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন নামখানার রেঞ্জার অসীম দণ্ডপাট।

Latest article