ক্ষতিগ্রস্তদের শস্যবিমা, দুর্গতদের বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

প্রতিবেদন : বুধবার পরিকল্পিতভাবে জল ছাড়ার জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বানভাসি পরিস্থিতি তৈরি হয়েছে। দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত। প্লাবনের আশঙ্কায় ১০ জেলায় রাজ্যের ১০ সচিবকে আগেই কড়া নজরদারি করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। তারপর দু’দিন সরেজমিনে বন্যা-পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিগ্রস্থদের জন্য বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, আমাদের প্রশাসন দুর্গতদের তাঁদের পাশে আছে। বাড়ি-ঘর থেকে শুরু করে কৃষিক্ষেত্রেও অনেক ক্ষতি হয়েছে। ত্রাণের পাশাপাশি তাই যাঁদের শস্যের ক্ষতি হয়েছে, তাঁরা শস্যবিমার টাকাও পাবেন। ডিভিসি গত দু’দিন সাড়ে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে। তার ফলে গ্রামের পর গ্রাম ভেসে গিয়েছে। বিপুল পরিমাণ ফসল নষ্ট হয়েছে। এই পরিস্থিতিতে কৃষিজীবী মানুষের পাশে দাঁড়াতে বিশেষ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)।

আরও পড়ুন-দুর্গতদের পাশে ফিরহাদ, পুলক

Latest article