প্রতিবেদন : লাখ নয়, ভোটের খেলা এখানে কোটিতে! শুনতে অবাক লাগলেও এই ঘটনাই ঘটছে রাজধানী দিল্লি লাগোয়া হরিয়ানায়৷ অভিযোগ, নির্বাচন কমিশনের ফতোয়াকে তুড়ি মেরে এখানে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ভোটারদের প্রভাবিত করতে। বিধানসভা ভোটের আগে রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের পাশাপাশি হরিয়ানায় সমানতালে চলছে টাকা ও ক্ষমতার লড়াই৷ হরিয়ানার ভোট প্রার্থীদের মধ্যে শতকরা ৫২ জন কোটিপতি৷ এক- একজন প্রার্থীর ঘোষিত গড় সম্পত্তি প্রায় ৯ কোটি টাকা৷
আরও পড়ুন-ভারতের প্রাচীনতম দুর্গাপুজো নিয়ে উন্মাদনা পাহাড়-পর্যটকদের
নির্বাচন বিশ্লেষক সংস্থাগুলির দাবি, হরিয়ানার ধনী প্রার্থীদের মধ্যে সব থেকে বেশি বিত্তশালী বিজেপি প্রার্থী ক্যাপ্টেন অভিমন্যু৷ তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ৪৯১ কোটি টাকা৷ কংগ্রেস প্রার্থী রোহতস সিং সামান্য পিছিয়ে, তাঁর ঘোষিত সম্পত্তির পরিমাণ ৪৮৪ কোটি টাকা৷ শিল্পপতি ও নির্দল প্রার্থী সাবিত্রী জিন্দলের সম্পত্তির অঙ্ক ২৭০ কোটি টাকা। এর বাইরে এমন বহু প্রার্থী আছেন, যারা নিজেদের বহু কোটি টাকা সম্পত্তির কত শতাংশ সরকারি দলিলে উল্লেখ করেছেন, তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন আছে বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের৷ বিশ্বের এহেন কোনও বিলাসবহুল গাড়ি নেই, যার দেখা মিলছে না হরিয়ানার প্রচারাভিযানে৷ অভিযোগ, নির্বাচন কমিশনের ফতোয়াকে তুড়ি মেরেই ঘুরপথে চলছে দেদার টাকা খরচ করে ভোটারদের প্রভাবিত করার কাজ৷
আরও পড়ুন-শ্রম দফতরের হস্তক্ষেপ খুশির হাওয়া চা-বলয়ে, বাগানে কাটল বোনাস জট
উল্লেখ্য, ৯০টি আসনের হরিয়ানা বিধানসভা ভোটের লড়াইয়ে ৯৫ জন এমন প্রার্থী আছেন, যাঁদের বিরুদ্ধে ধর্ষণ, খুন-সহ একাধিক গুরুতর ফৌজদারি অপরাধের মামলা আছে৷ এই পরিসংখ্যানের নিরিখে আগামী ৫ অক্টোবর ভোটের দিন হরিয়ানার বিভিন্ন প্রান্তে শান্তি-শৃঙ্খলা কতটা বজায় থাকে, তা নিয়েও রাজ্য প্রশাসনের কয়েকটি স্তরে যথেষ্ট উদ্বেগ থাকছে৷ এতকিছুর মাঝে বিজেপি শাসিত হরিয়ানায় এবারের প্রত্যাবর্তন বনাম পরিবর্তনের বিধানসভা ভোটে কারা শেষ হাসি হাসবে, সেদিকেই এখন তাকিয়ে গোটা দেশ৷