বঙ্গ

পানিহাটিতে প্রতিবাদ-মিছিলে গর্জে উঠল জনতা

প্রতিবেদন : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর ‘জাস্টিস ফর প্রদীপ কর’ (Justice for Pradip kar) স্লোগানে গর্জে উঠল পানিহাটি। কার্যত বৃষ্টি উপেক্ষা করেই হাজার-হাজার মানুষ মিছিলে পা মেলালেন। বৃহস্পতিবার এই মিছিলের নেতৃত্ব দিয়েছেন বারাকপুরের সাংসদ তথা দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ-সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এদিন আগরপাড়া স্টেশন থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় বিটি রোড তেঁতুলতলায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ ভৌমিক বলেন, বিজেপি এসআইআরের নামে আতঙ্ক ছড়াতে চাইছে। রাজ্যের বিজেপি নেতারা মানুষের মধ্যে প্যানিক তৈরি করছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভয় কাটাতে চাইছি। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার আশ্বস্ত করছেন, আপনারা ভয় পাবেন না। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলেও তার বিরুদ্ধে তিনি রাস্তায় নামবেন। আমরা চাই না দ্বিতীয় প্রদীপ কর হোক। তবে বিজেপি নেতারা এসআইআরের নামে এনআরসি চালু করতে চাইছে। নির্বাচন কমিশনও সেই পথে চলছে। মানুষের মধ্যে এমন ভয় তৈরি করেছে যে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ আত্মহত্যার পথে হাঁটছে। পার্থ ভৌমিক আশ্বস্ত করে বলেন, আপনারা ভয় পাবেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন। কিছু বিজেপি নেতা প্রদীপ করের মৃত্যু নিয়ে বিতর্ক করছে, তাদের কড়া ভাষায় জবাব দিয়ে বলেন, ওঁদের কোনও ধন্দ থাকলে আদালতে যেতে পারেন। নির্মল ঘোষ বলেন, কেন্দ্রের বিজেপি সরকার, তাদের কিছু চামচা ও রাজ্যের কিছু বিজেপি নেতা চক্রান্ত করছে। তারা চাইছে মানুষের মধ্যে ভয় তৈরি করতে। এই চক্রান্ত থেকে বেরতে না পারলে বাংলার মানুষ তাদের জবাব দিয়ে দেবে। যাঁরা আত্মহননের পথে যাচ্ছেন দল তাঁদের পরিবারের পাশে থাকবে। বিজেপি ঠিক করে দিতে পারে না কাদের নাম থাকবে, আর কাদের নাম কাটা যাবে।
অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে প্রদীপ করের বিচার চেয়ে পথে নামলেন মানুষ৷ এদিন সকালে জয়নগর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গড়দেয়ানি অঞ্চল সভাপতি শাহাবুদ্দিন শেখের নেতৃত্বে মিছিলে শামিল হন এলাকার সাধারণ মানুষ৷

আরও পড়ুন-পর্যটন শিল্পের উন্নয়নে তৃণমূল পরিচালিত ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির উদ্যোগ, লোধাশুলিতে চালু হচ্ছে ২১ লক্ষের হোম-স্টে

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago