প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই উৎসবের চেহারা নিয়েছে ক্রিসমাস থেকে নিউইয়ার্স ইভ। মুখ্যমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। সেই কথা মনে রেখেই আরও একটা বর্ষবরণে মেতে উঠেছে শহর কলকাতা।
৩১ ডিসেম্বর। শেষ হল আরও একটা বছর। নতুন বছরকে স্বাগত জানাতে সকাল থেকেই সেলিব্রেশনের মুডে শহর কলকাতা। যত সময় গড়িয়েছে, ততই কলকাতার দখল নিয়েছে উৎসবমুখর জনতা। শহরের পর্যটনকেন্দ্র ও দর্শনীয় স্থানগুলিতে দলে দলে ভিড় জমিয়েছেন তাঁরা। সন্ধে নামতেই সেই ভিড় এগিয়েছে পার্ক স্ট্রিটের দিকে।
আরও পড়ুন-বছরের শুরুতেই নবান্নে প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী
সূর্য ডুবতেই আলোয় সেজেছে পার্ক স্ট্রিট এলাকা। নিউ ইয়ার ইভকে সামনে রেখে বাঁধভাঙা উচ্ছ্বাস। বড়দিনের পর ইংরেজির নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি পার্ক স্ট্রিট। তৈরি কলকাতা পুলিশও। নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছিল পার্ক স্ট্রিট-সহ গোটা শহর। বাংলাদেশে অস্থিরতার পরিপ্রেক্ষিতে বাড়তি সতর্ক ছিল পুলিশ-প্রশাসন। দর্শনীয় স্থানগুলি, যেমন চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, ইকো পার্ক, জাদুঘর, নিকোপার্ক, মিলেনিয়াম পার্ক— সর্বত্রই ছিল পুলিশের কড়া নজরদারি। রাজপথে ছিল বিশেষ মহিলা পুলিশ বাহিনীও। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে নাকা চেকিং চলেছে সমানে। ওয়াচ টাওয়ার ও বহুতল থেকেও নজরদারি চালানো হয়। নিরাপত্তায় কোথাও কোনও ফাঁক রাখেনি কলকাতা পুলিশ।
সন্ধের পর থেকে বাড়ে যানবাহন। এই পরিস্থিতিতে শহরকে যানজটমুক্ত করে ভিড় নিয়ন্ত্রণ করাই ছিল পুলিশের সামনে অন্যতম চ্যালেঞ্জ। সন্ধের পর বন্ধ করে দেওয়া হয় শহরের একাধিক রাস্তা। পার্কিংয়েও ছিল একাধিক বিধিনিষেধ। কলকাতা পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত তিনটে পর্যন্ত পার্ক স্ট্রিট ওয়ান ওয়ে থাকবে। জওহরলাল নেহরু রোড বা চৌরঙ্গি এবং এজেসি বোস রোডের মাঝেও ওয়ান ওয়ে। শেক্সপিয়র সরণি ধরে একমুখী গাড়ি চলবে। ওয়ান ওয়ে থাকবে হো চি মিন সরণি, মিডলটন স্ট্রিট, লিটল রাসেল স্ট্রিট ও ক্যামাক স্ট্রিটও। কয়েকটি রাস্তায় গাড়ি চলাচল বন্ধ থাকবে। রয়েড স্ট্রিট এবং ফ্রি স্কুল স্ট্রিট ক্রসিং থেকে পার্ক স্ট্রিটের দিকে কোনও গাড়ি যাবে না। গাড়ি পার্ক করতে হবে রাসেল স্ট্রিটের পূর্ব এবং পশ্চিম দিকে। ফ্রি স্কুল স্ট্রিট, উড স্ট্রিট এবং রফি আহমেদ কিদওয়াই রোডের কিছু অংশে পার্কিং করা যাবে।
বর্ষবরণের রাতে ফের নেমেছে শহরের তাপমাত্রা। তবে বৃষ্টির আশঙ্কা নেই। তাই শীতের আমেজ গায়ে মেখে বছর শেষের আনন্দ উপভোগ করতে রাস্তায় নেমে পড়েছে মানুষ। শহর ও শহরতলি, এমনকী জেলা থেকেও বহু মানুষ এসে ভিড় জমাচ্ছেন পার্ক স্ট্রিটে। তবে শুধু শহর কলকাতাই নয়, জেলা শহরগুলিতেও সেলিব্রেশনের একই ছবি দেখা গিয়েছে।