প্রাক-বড়দিন সন্ধ্যায় জমজমাট পৌষমেলা

বুধবার দ্বিতীয় দিনেও বড়দিনের প্রাক-সন্ধ্যায় মানুষের ভিড়ে, আলোর ছটায়, লোকসঙ্গীতের সুরে মেলার মাঠ জমে উঠেছে। হোটেল, লজ সব ভর্তি।

Must read

প্রতিবেদন : চিরাচরিত প্রথামতো মঙ্গলবার শান্তিনিকেতনের মেলার মাঠে শুরু হল বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পৌষমেলা। ভোরে গৌরপ্রাঙ্গণে বৈতালিক, শান্তিনিকেতন গৃহে সানাই ও সকালে ছাতিমতলায় ব্রহ্ম উপাসনার মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয়। উপাসনা শেষে ‘আগুনের পরশমণি’ গেয়ে শোভাযাত্রা যায় উদয়নগৃহে।

আরও পড়ুন-বড়দিনের উৎসবে বিজেপির তাণ্ডব সব জেনেও নীরব কেন মোদি-শাহ?

সেখানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর ব্যবহৃত চেয়ারে পুষ্পার্ঘ্য নিবেদন করেন জেলাশাসক ধবল জৈন, বিশ্বভারতীর উপাচার্য প্রবীরকুমার ঘোষ, জেলা সভাধিপতি কাজল শেখ-সহ আশ্রমিক এবং ছাত্রছাত্রীরা। প্রথম দিনেই মেলা বিপুল মানুষের ভিড়ে জমে ওঠে। মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। উপাচার্য জানান, জেলা প্রশাসনের সহযোগিতায় পৌষ উৎসব ও মেলা শুরু হল। আনুষ্ঠানিক উদ্বোধনের পর বিভিন্ন স্টল ঘুরে দেখেন উপাচার্য, জেলাশাসক ও অন্যরা। শুরুর দিনেই মেলা প্রাঙ্গণ ভরে ওঠে বাউল, কীর্তনের সুরে। জেলার পুলিশ সুপার শ্রী আমনদীপ জানান, সাধারণ মানুষের অসুবিধা দূর করতে সবরকম ব্যবস্থা করেছে পুলিশ। বুধবার দ্বিতীয় দিনেও বড়দিনের প্রাক-সন্ধ্যায় মানুষের ভিড়ে, আলোর ছটায়, লোকসঙ্গীতের সুরে মেলার মাঠ জমে উঠেছে। হোটেল, লজ সব ভর্তি। কেনাকাটাও যথারীতি চলছে রমরমিয়ে।

Latest article