প্রতিবেদন : বিতানের (Bitan adhikari) মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যে তৈরি হয়ে গেল ক্রাউড ফান্ডিং৷ বিতানের স্ত্রী সোহিনীর হয়ে এই ক্রাউড ফান্ডিংয়ে ৪৮ ঘণ্টার মধ্যে সওয়া এক কোটি ছাড়িয়ে গেল৷ ঠিক যেন সেই আরজি কর এবং এসএসসি মডেল৷ কারা করছে এই ক্রাউড ফান্ডিং? কীসের জন্য? কার জন্য? কীভাবে আসবে সেই অর্থ বিতানদের পরিবারে? জানে না কেউ৷
ওয়েবসাইটের নাম গোফান্ডমি৷ বিতানের পাঞ্জাবি পরা ছবি৷ সেখানে লেখা রয়েছে পহেলগাঁও জঙ্গি হামলার শিকার বিতান অধিকারী (Bitan adhikari)৷ তাঁর স্ত্রী সোহিনী রায়ের হয়ে এই ক্রাউড ফান্ডিং৷ টার্গেট রাখা হয়েছে তিন লক্ষ ডলার৷ ৪৮ ঘণ্টাতে উঠে গিয়েছে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা৷ স্ক্রিনশট যখন নেওয়া হয়েছে তখন উঠে গিয়েছে ১ কোটি ২ লক্ষ টাকা৷ অর্থাৎ তিন লক্ষ ডলারের ৪০ শতাংশ ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে৷ কারা রয়েছে এই কমিটিতে? রয়েছে ৫ বাঙালি৷ বিভাস বেরা, ব্রিতি সেন, পিনাকী পানি, রমেশ মাইতি ও সিঞ্চন চক্রবর্তী৷ আয়োজক ব্র্যান্ডন৷ সংগঠনটি ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি৷ কিন্তু তারা কেন এই ক্রাউড ফান্ডিংয়ে জুড়লেন তার কোনও সদুত্তর নেই৷ সবচেয়ে বড় কথা হল, এই সংগঠনটির ব্যাপারে কোনওরকম ধারণাই নেই বিতানের পরিবারের৷ তাঁরা জানিয়েছেন, অন্য অনেকের মতো তাঁরা সমাজমাধ্যমে খবরগুলো দেখতে পাচ্ছেন৷ কিন্তু কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি৷ অথবা এই অর্থ দিয়ে কী হবে তাও জানা যায়নি৷ তাহলে কীসের জন্য এই ক্রাউড ফান্ডিং? বিতানের পরিবার কারও কাছেই অর্থ সাহায্য চাননি৷ এই যদি হয় পরিস্থিতি সেক্ষেত্রে এই টাকার ভবিষ্যৎ কী তা নিয়ে অন্ধকারে পরিবার৷
আরজি করের ঘটনার পরেই এই ক্রাউড ফান্ডিং শুরু হয়েছিল৷ পরে দেখা গিয়েছে, সেখান থেকে প্রায় ৯ কোটি টাকার কাছাকাছি উঠেছে ১০টি অ্যাকাউন্টে৷ সেই টাকা খরচ হচ্ছে৷ তার হিসাব মেলাতে পারেনি জুনিয়র ডক্টর’স ফ্রন্ট৷ বিস্তর দুর্নীতির অভিযোগ৷ এসএসসি-র কয়েকজন শিক্ষক আন্দোলনে নামার পর এই ক্রাউড ফান্ডিং শুরু হয়েছিল বলে জানা গিয়েছিল৷ যদিও আন্দোলন অচিরেই বন্ধ হয়ে যাওয়ায় তার নামগন্ধ পাওয়া যায়নি৷
বিতানের নামে ক্রাউড ফান্ডিংয়ে ডলারে পেমেন্ট করতে হচ্ছে৷ ভারতীয় টাকা নেওয়া হচ্ছে না৷ প্রশ্ন হল, যে ৫ জন অর্গানাইজার হিসেবে রয়েছেন তাঁরা কারা? কাদের অনুমতি নিয়ে তাঁরা এই কাজটা শুরু করেছেন? এও কি আরজি করের মতো আর এক নতুন চক্র? সহানুভূতি আদায় করতে সাহায্য এবং তারপর সেই অর্থ নিয়ে নয়ছয়! বার বার একই ঘটনার পুনরাবৃত্তি৷ চক্রের আসল অণুঘটক কারা?
আরও পড়ুন-জওয়ানকে সীমান্ত থেকে তুলে নিয়ে গেল পাকিস্তানের সেনা, কবে ফিরবেন পূর্ণম!
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…