স্বনির্ভর গোষ্ঠীর তৈরি পণ্যের বিপণন কেন্দ্রে বাড়ছে ভিড়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বনির্ভর হয়েছেন রাজ্যের মহিলা। তৈরি হয়েছে স্বনির্ভর গোষ্ঠী। মহিলাদের তৈরি সামগ্রী পৌঁছে যাচ্ছে দেশ-বিদেশে

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে স্বনির্ভর হয়েছেন রাজ্যের মহিলা। তৈরি হয়েছে স্বনির্ভর গোষ্ঠী। মহিলাদের তৈরি সামগ্রী পৌঁছে যাচ্ছে দেশ-বিদেশে। রাজ্যের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি পন্যের বিপণন কেন্দ্রও। সম্প্রতি মালবাজারের বিডিও অফিস চত্বরে স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত পন্যের বিপণন কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

আরও পড়ুন-নেই ট্রেন, উত্তরের ভরসা এনবিএসটিসি

আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালের বিডিও রশ্মিদীপ্ত বিশ্বাস। এক্সপেরিয়েন্স বেঙ্গল নামের এই আউটলেটে স্বনির্ভর গোষ্ঠীর হাতের তৈরি বিভিন্ন ঘর সাজানোর সামগ্রী, খাদ্য সামগ্রী, হস্তশিল্পের দ্রব্য রয়েছে। কয়েকদিন আগে উদ্বোধন হওয়া এই বিপণন কেন্দ্র এখন এলাকার কেনাকাটির মূল কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিন বাড়ছে ভিড়। কেনাকাটি ভাল হওয়ায় খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীলকুমার প্রসাদ বলেন, স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত এই বিপণন কেন্দ্র শুরু হয়েছে। আগামী দিনে আরও উৎপাদিত সামগ্রী এখান থেকে বিপণনের ব্যবস্থা থাকবে। ডুয়ার্সের অন্যতম পর্যটন কেন্দ্র মালবাজার। এই বিপণন কেন্দ্র পর্যটকদের আকর্ষণ বাড়াবে বলে উদ্যোক্তাদের অভিমত।

Latest article