ঝাড়খণ্ডের চাইবাসায় আইইডি বিস্ফোরণে আহত সিআরপিএফ সাব-ইন্সপেক্টর প্রয়াত

আজ, শনিবার বিকেলে ঝাড়খণ্ডের (Jharkhand) চাইবাসায় আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই নিরাপত্তাকর্মী।

Must read

আজ, শনিবার বিকেলে ঝাড়খণ্ডের (Jharkhand) চাইবাসায় আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হলেন দুই নিরাপত্তাকর্মী। তাদের এয়ার অ্যাম্বুল্যান্সে করে আনা হয়েছে রাঁচীর হাসপাতালে। পশ্চিম সিংভূম জেলার ছোটানাগরা থানার অন্তর্গত মারাংপোঙ্গার বনাঞ্চলে হঠাৎ করেই আইইডি বিস্ফোরণ ঘটে। ঘটনার সময় স্পেশ্যাল রিজ়ার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) জওয়ানেরা এলাকায় টহল দিচ্ছিলেন। বিস্ফোরণে দুই নিরাপত্তা কর্মী সাব-ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডল এবং হেড কনস্টেবল পার্থ প্রতিম দে আহত হন। উন্নত চিকিৎসার জন্য দুজনকেই বিমানে রাঁচিতে নিয়ে যাওয়া হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রচেষ্টা সত্ত্বেও, এসআই মন্ডল গুরুতর আঘাতের ফলে মারা যান। হেড কনস্টেবল দে-এর অবস্থা এখনও আশঙ্কাজনক।

আরও পড়ুন-আগেই সিবিআই এফআইআরে নাম ছিল অভিযুক্ত বিচারপতির

প্রসঙ্গত, এই মাসে এই নিয়ে পশ্চিম সিংভূম জেলায় দু’বার আইইডি বিস্ফোরণের ঘটনা ঘটল। গত ৫ মার্চ জেলার মনোহরপুর থানার অন্তর্গত সারান্ডা জঙ্গলে বিস্ফোরণের ঘটনা ঘটে। তখন আহত হয়েছিলেন তিন জন সিআরপিএফ জওয়ান। তল্লাশি অভিযানের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও শনিবারের ঘটনা নিয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে কোনও বিবৃতি আসেনি। এদিনের এই হামলার পিছনে মাওবাদী কার্যকলাপ থাকার সন্দেহ হওয়ায় নিরাপত্তা বাহিনী সেই অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। সূত্রের খবর সম্পূর্ণ ঘটনার তদন্ত চলছে।

Latest article