ভয়াবহ দৃশ্য! পঞ্জাবে (Punjab) সরকারি হাসপাতালের ভিতরে সদ্যোজাতর কাটা মাথা মুখে নিয়ে ঘুরছে কুকুর। মঙ্গলবার পাঞ্জাবের পাটিয়ালার এই ঘটনায় রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। হাসপাতালের সব শিশুই নিরাপদে রয়েছে বলে সুপার বিশাল চোপড়া জানালেও স্বস্তি পাচ্ছেন না সদ্যোজাতের বাড়ির লোকজন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী বলবীর সিং।
আরও পড়ুন-গনেশ আরাধনায় মাতল হুগলি জেলা তৃণমূল নেতৃত্ব
এদিন বিকেল সাড়ে ৫টা নাগাদ পাঞ্জাবের রাজিন্দ্র হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে কুকুর ঘুরতে দেখে রোগীর আত্মীয়রা দৌড়ে যান কিন্তু সামনে গিয়ে দেখেন কুকুরের মুখে ছিল একটি সদ্যোজাতর কাটা মাথা। ভয়ে চিৎকার করে ওঠেন তাঁরা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন হাসপাতাল কর্তৃপক্ষ। এরপর খবর দেওয়া হয় পুলিশে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বাইরের কেউ সদ্যোজাতর দেহ ফেলে গিয়েছে। নিজেদের দোষ ঝেড়ে ফেলে সুপার ডাঃ বিশাল চোপড়া জানিয়েছেন প্রাথমিকভাবে মনে হচ্ছে বাইরে থেকে কেউ নবজাতকের মৃতদেহ ফেলে গিয়েছে।
আরও পড়ুন-বৈষ্ণোদেবীর যাত্রাপথে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
প্রসঙ্গত, কিছুদিন আগেই এই হাসপাতালে তিনটি শিশুমৃত্যুর ঘটনা ঘটে। তারপরে ফের এই কুকুরকাণ্ডের জেরে আতঙ্কে রয়েছেন প্রসূতির আত্মীয়রা। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর কাঠগড়ায় তোলা হচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালগুলোকে। আঙ্গুল উঠছে রাজ্য সরকারের দিকে। সরকারি হাসপাতালে যদি শিশুদের নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মানুষের চিকিৎসা কীভাবে হবে? সেই সময়ে নিরাপত্তারক্ষীরাই বা কোথায় ছিল? কেনই বা হাসপাতালের মধ্যে কুকুর ঢুকবে? আপাতত উদ্ধার হওয়া নবজাতকের মাথা ফরেনসিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে।