সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা : সাগরমেলা (Gangasagar Mela) পেল এক নতুন মাত্রা। চালু হল বিলাসবহুল ক্রুজ পরিষেবা। ডায়মন্ড হারবার এবং কচুবেড়িয়ার মধ্যে এই ক্রুজ পরিষেবার সূচনা হল বুধবার। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগে গঙ্গাসাগর মেলার আগে এই অত্যাধুনিক ক্রুজ চালু করা হল বলে এদিন জানানো হয়েছে ডায়মন্ড হারবার পুরসভার পক্ষ থেকে। এর ফলে গঙ্গাসাগর (Gangasagar Mela) পৌঁছনো শুধুমাত্র অনেকটা সহজই হবে না পুণ্যার্থীদের পক্ষে, বাড়বে মেলার আকর্ষণও।
অনেক আগেই শুরু হয়েছিল বিলাসবহুল ক্রুজ পরিষেবার ট্রায়াল রান। বুধবার থেকে ডায়মন্ড হারবার পুরসভা ও অসপ্রে ওয়াটার ওয়েজ ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে নিয়মিতভাবে পাওয়া যাবে এই পরিষেবা। গঙ্গাসাগর মেলা উপলক্ষে সপ্তাহে ৭ দিনই চলাচল করবে এই ক্রুজ। ডায়মন্ড হারবার ফেরিঘাট থেকে প্রতিদিন সকাল ৯.৩০ মিনিটে কচুবেড়িয়ার উদ্দেশ্যে ছাড়বে। তবে গঙ্গাসাগর মেলার ক’টা দিন ১৩ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি সকাল ৮.৩০ মিনিট থেকে ৪ ঘণ্টা অন্তর দিনে ৩ বার পরিষেবা পাওয়া যাবে। ওয়ান ওয়ে টিকিট ১৬০০ টাকা। টু ওয়ে টিকিট একসঙ্গে কাটলে ৩ হাজার টাকা। গঙ্গাসাগর মেলার ৪ দিন বাদ দিয়ে ক্রুজের টিকিটের মূল্য প্রিমিয়াম শ্রেণির জন্য ৬৩০ টাকা ও ইকনমি শ্রেণির জন্য ৫৩০ টাকা। অনলাইন, অফলাইন- দু’ভাবেই মিলবে টিকিট। অনেক কম সময়ে অনেক কম খরচে এবার গঙ্গাসাগর যাত্রা সম্ভব হচ্ছে ডায়মন্ড হারবার থেকে। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারের মুকুটে নতুন পালক জুড়ল। গঙ্গাসাগর মেলার আগে এই পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির জোয়ার তীর্থযাত্রীদের মধ্যে।
আরও পড়ুন- সঙ্গীতমেলা আয়োজনে অস্বচ্ছতার ভুয়ো অভিযোগ, বিরোধীদের চ্যালেঞ্জ ছুড়লেন ব্রাত্য