চেন্নাই, ১৫ মে : এটা এমএসডির শেষ আইপিএল?
কেকেআর ম্যাচের পর এক অভিনব দৃশ্যের সাক্ষী ছিল চিপক। গ্রুপ পর্বে এটাই ছিল ঘরের মাঠে সিএসকের শেষ ম্যাচ। তাই ধোনির নেতৃত্বে গোটা দল ম্যাচ শেষ হওয়ার পর ধোনির নেতৃত্বে সমর্থকদের অভিনন্দন জানাতে সারবদ্ধভাবে গোটা মাঠ প্রদক্ষিণ করেন। দর্শকদের ধন্যবাদ লেখা বিশেষ জার্সি পরেছিলেন তাঁরা। ধোনি, মইন আলি রবীন্দ্র জাদেজার মতো কয়েকজন ক্রিকেটারের হাতে ছিল টেনিস র্যাকেট। গ্যালারিতে ধোনির সই করা টেনিস বল ছুঁড়ে মারছিলেন তাঁরা। কিছু ক্রিকেটারের হাতে দর্শকদের ধন্যবাদ জানিয়ে লেখা পোস্টারও ছিল।
আরও পড়ুন-বিশ্বের ক্রীড়াবিদদের পাশে চান বিনেশরা
এর পরেই ধোনির অবসর নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছিল। যদিও সোমবার ক্যাপ্টেন কুলের অবসরের খবর উড়িয়ে দিয়েছেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। সিএসকের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, আগামী মরশুমেও এমএস ধোনি আমাদের হয়ে খেলবে। আশা করি, সমর্থকরা যেভাবে এতদিন ধরে আমাদের ভালবাসা দিয়ে এসেছেন, সেটা আগামী দিনেও বজায় থাকবে।’’
আরও পড়ুন-ফের জরিমানা, নির্বাসনের আশঙ্কা নাইট অধিনায়ককে ঘিরে
এটা পরিষ্কার যে, সিএসকে চাইছে, আগামী মরশুমেও ধোনি হলুদ জার্সি গায়ে চাপিয়ে নামুন। কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে শেষ কথা বলবেন ধোনি নিজে। অতীতে বহুবার তিনি সেটা প্রমাণ করেছেন। ধোনি কিন্তু অবসর নিয়ে একটিও শব্দ খরচ করেননি। সুনীল গাভাসকরও ধোনি-আবেগে ভেসে গিয়েছিলেন। ধোনিদের মাঠ প্রদক্ষিণ করার সময় তিনি ছুটে এসে ধোনিকে দিয়ে নিজের শার্টে সইও করিয়ে নেন। সানি বলছেন, ‘‘আশা করি, চিপকে এটাই ওর শেষ ম্যাচ নয়। প্লে-অফে উঠতে সিএসকে দরকার মাত্র এক পয়েন্ট। তাছাড়া প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর দুটোই হবে চিপকে। তাই ধোনির না খেলার কারণ দেখছি না।’’