খেলা

ধোনি-অবসর ওড়াল সিএসকে

চেন্নাই, ১৫ মে : এটা এমএসডির শেষ আইপিএল?
কেকেআর ম্যাচের পর এক অভিনব দৃশ্যের সাক্ষী ছিল চিপক। গ্রুপ পর্বে এটাই ছিল ঘরের মাঠে সিএসকের শেষ ম্যাচ। তাই ধোনির নেতৃত্বে গোটা দল ম্যাচ শেষ হওয়ার পর ধোনির নেতৃত্বে সমর্থকদের অভিনন্দন জানাতে সারবদ্ধভাবে গোটা মাঠ প্রদক্ষিণ করেন। দর্শকদের ধন্যবাদ লেখা বিশেষ জার্সি পরেছিলেন তাঁরা। ধোনি, মইন আলি রবীন্দ্র জাদেজার মতো কয়েকজন ক্রিকেটারের হাতে ছিল টেনিস র‍্যাকেট। গ্যালারিতে ধোনির সই করা টেনিস বল ছুঁড়ে মারছিলেন তাঁরা। কিছু ক্রিকেটারের হাতে দর্শকদের ধন্যবাদ জানিয়ে লেখা পোস্টারও ছিল।

আরও পড়ুন-বিশ্বের ক্রীড়াবিদদের পাশে চান বিনেশরা

এর পরেই ধোনির অবসর নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছিল। যদিও সোমবার ক্যাপ্টেন কুলের অবসরের খবর উড়িয়ে দিয়েছেন সিএসকের সিইও কাশী বিশ্বনাথন। সিএসকের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘‘আমরা বিশ্বাস করি, আগামী মরশুমেও এমএস ধোনি আমাদের হয়ে খেলবে। আশা করি, সমর্থকরা যেভাবে এতদিন ধরে আমাদের ভালবাসা দিয়ে এসেছেন, সেটা আগামী দিনেও বজায় থাকবে।’’

আরও পড়ুন-ফের জরিমানা, নির্বাসনের আশঙ্কা নাইট অধিনায়ককে ঘিরে

এটা পরিষ্কার যে, সিএসকে চাইছে, আগামী মরশুমেও ধোনি হলুদ জার্সি গায়ে চাপিয়ে নামুন। কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে শেষ কথা বলবেন ধোনি নিজে। অতীতে বহুবার তিনি সেটা প্রমাণ করেছেন। ধোনি কিন্তু অবসর নিয়ে একটিও শব্দ খরচ করেননি। সুনীল গাভাসকরও ধোনি-আবেগে ভেসে গিয়েছিলেন। ধোনিদের মাঠ প্রদক্ষিণ করার সময় তিনি ছুটে এসে ধোনিকে দিয়ে নিজের শার্টে সইও করিয়ে নেন। সানি বলছেন, ‘‘আশা করি, চিপকে এটাই ওর শেষ ম্যাচ নয়। প্লে-অফে উঠতে সিএসকে দরকার মাত্র এক পয়েন্ট। তাছাড়া প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর দুটোই হবে চিপকে। তাই ধোনির না খেলার কারণ দেখছি না।’’

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

28 seconds ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago