বিরাটকে টেক্কা ধোনির, জিতে তিনে সিএসকে

ম্যাচ জিতে পয়েন্ট টেবলে তিন নম্বরে উঠে এল সিএসকে (৫ ম্যাচে ৬ পয়েন্ট)। আরসিবি নামল সাত নম্বরে (৫ ম্যাচে ৪ পয়েন্ট)।

Must read

বেঙ্গালুরু, ১৭ এপ্রিল : চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির মধ্যে দ্বৈরথে শেষ হাসি প্রথম জনের। তবে প্রথমে ব্যাট করে ২২৬ রানের বিশাল স্কোর করেও ম্যাচ জিততে অনেক কাঠখড় পোড়াতে হল ধোনির চেন্নাই সুপার কিংসকে। চারটি ক্যাচ ফস্কেও টানটান উত্তেজনার ম্যাচে বিরাটদের রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ৮ রানে হারাল ধোনিবাহিনী। আরসিবি থামল ২১৮/৮ স্কোরে। ম্যাচ জিতে পয়েন্ট টেবলে তিন নম্বরে উঠে এল সিএসকে (৫ ম্যাচে ৬ পয়েন্ট)। আরসিবি নামল সাত নম্বরে (৫ ম্যাচে ৪ পয়েন্ট)।

আরও পড়ুন-মৎস্য দফতর জলাশয়গুলি লিজে দেবে

জয়ের জন্য ২২৭ রানের লক্ষ্যে নেমে প্রথম ওভারেই বিরাটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আরসিবি। এরপরই গ্লেন ম্যাক্সওয়েল ও ফাফ ডুপ্লেসি ঝড়। তখন আরসিবি ভালভাবেই ম্যাচের নিয়ন্ত্রণে রেখেছিল। কিন্তু ডুপ্লেসি (৩৩ বলে ৬২) ও ম্যাক্সওয়েল (৩৬ বলে ৭৬) ফিরতেই চাপে পড়ে যায় আরসিবি। উইকেটের পিছনে দু’জনের দু’টি গুরুত্বপূর্ণ ক্যাচ ধরেন ধোনি। শেষ দিকে একটা মরিয়া চেষ্টা করেছিলেন অভিজ্ঞ দীনেশ কার্তিক (১৪ বলে ২৮) ও ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সুয়শ প্রভুদেশাই (১১ বলে ১৯)। কিন্তু শেষ রক্ষা হয়নি। সিএসকে-র লঙ্কান পেসার ‘নতুন মালিঙ্গা’ মাথিশা পাথিরানা নেন ২ উইকেট। পেসার তুষার দেশপান্ডের ঝুলিতে ৩ উইকেট। শেষ ওভারে ১৯ রান ডিফেন্ড করে দলের জয় নিশ্চিত করেন পাথিরানা। ফিল্ডিং খারাপ হওয়া সত্ত্বেও ধোনি এদিন তাঁর বোলারদের খুব ভাল ব্যবহার করেন। তাতেই বাজিমাত চারবারের চ্যাম্পিয়নদের।

আরও পড়ুন-এবার কি কোপ পড়বে খেয়ালে ধ্রুপদে?

ম্যাচের তৃতীয় ওভারেই ফর্মে থাকা সিএসকে ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়কে ফিরিয়ে দিয়েছিলেন মহম্মদ সিরাজ। কিন্তু এরপরই চিন্নাস্বামীর বাইশ গজে ঝড় তোলেন ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে অজিঙ্ক রাহানেকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে রান তোলেন দক্ষিণ আফ্রিকার বংশোদ্ভূত কিউয়ি ওপেনার। দশম ওভারে আরসিবি-র শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ছন্দে থাকা রাহানেকে বোল্ড করেন। ২০ বলে ৩৭ রান করেন মুম্বইকর। উল্টোদিকে সংহার থামাননি কনওয়ে। শিবম দুবের সঙ্গে জুটিতে ৯০ রান যোগ করে দলকে বড় স্কোর করতে সাহায্য করেন।

Latest article