দুঃসময়েও ধোনির উপর আস্থা অটুট সিএসকের

চরম দুঃসময় চলছে চেন্নাই সুপার কিংসের। আট ম্যাচ খেলে মাত্র দু’টিতে জয়! পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।

Must read

চেন্নাই, ২৩ এপ্রিল : চরম দুঃসময় চলছে চেন্নাই সুপার কিংসের। আট ম্যাচ খেলে মাত্র দু’টিতে জয়! পয়েন্ট টেবিলে সবার নিচে রয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। হাতে রয়েছে আর মাত্র ছ’টি ম্যাচ। যা পরিস্থিতি, তাতে প্লে-অফের টিকিটের জন্য বাকি সব ক’টা ম্যাচ জিততেই হবে চেন্নাইকে।
তবে প্রতিকূল পরিস্থিতিতেও এমএস ধোনির উপর আস্থা অটুট সিএসকে ম্যানেজমেন্টের। সিইও কাশী বিশ্বনাথন তো রীতিমতো জোর দিয়ে জানাচ্ছেন, ধোনি-ম্যাজিক দলকে ঠিকই প্লে-অফে তুলবে। তিনি বলছেন, ‘‘জানি, এবার আমাদের পারফরম্যান্স সমর্থকদের হতাশ করেছে। সেটাই স্বাভাবিক। তবে আমরা কিন্তু খাতায়-কলমে এখনও বিদায় নিইনি। অতীতেও দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এমন পরিস্থিতি থেকে দল ঘুরে দাঁড়িয়েছে। এবারও তেমনটা হতে পারে। সবথেকে বড় কথা, আমাদের টিমে থালা (ধোনিকে এই নামেই ডাকেন সিএসকে সমর্থকরা) রয়েছে। ও সব করতে পারে। আমাদের ঘুরে দাঁড়ানো শুধুই সময়ের অপেক্ষা।’’

আরও পড়ুন-নিন্দায় শচীন-বিরাটরা, নিহতদের স্মরণে বোর্ড

এই প্রসঙ্গে ২০১০ আইপিএলের উদারহণ টেনেছেন সিএসকে সিইও। তাঁর বক্তব্য, ‘‘২০১০ সালের কথা মনে আছে? সেবার আমরা টানা পাঁচটা ম্যাচ হেরেছিলাম। কিন্তু ওই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম। সেবারই আমরা প্রথমবার আইপিএল ট্রফি জিতেছিলাম। এবারও তেমনটা হতেই পারে। ধোনির মতো নেতা দলে রয়েছে। রয়েছে শিবম দুবের মতো ক্রিকেটার। আমি নিশ্চিত, বাকি ম্যাচগুলোয় চেনা সিএসকে-কে দেখবেন সমর্থকরা। দলের প্রতিটি সদস্য নিজেদের সেরাটা দিতে মরিয়া হয়ে রয়েছে।’’
এদিকে, যাঁর নেতৃত্বে সিএসকে ঘুরে দাঁড়াতে চাইছে, সেই ধোনি আবার আগামী মরশুম নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন। শেষ ম্যাচে হারের পর তিনি জানিয়েছিলেন,‘‘এখন আমরা সব ম্যাচ জেতার কথা ভাবছি না। আপাতত একটা ম্যাচ ধরে ধরে এগোতে চাই। তাই বাকি ম্যাচগুলোতে দলে বিরাট কোনও পরিবর্তনের সম্ভাবনা কম। তবে এবার প্লে-অফে উঠতে না পারলেও, পরের আইপিএলে যাতে সঠিক এগারো বেছে নিতে পারি, সেই চেষ্টা করব।’’

Latest article