বিদ্যুৎহীন কিউবা

Must read

সামুদ্রিক ঘূর্ণিঝড় ইয়ানে লণ্ডভণ্ড পশ্চিম কিউবার (Cuba- Hurricane) বিস্তীর্ণ এলাকা। প্রবল ঘূর্ণিঝড়ের আঘাতে কিউবার বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘূর্ণিঝড় ইয়ানের দাপটে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। একাধিক বাড়ি মাটির সঙ্গে কার্যত মিশে গিয়েছে। ঘূর্ণিঝড় ইয়ান যখন কিউবায় আছড়ে পড়ে সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। কিউবায় আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি (Cuba- Hurricane) অভিমুখ বদল করে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে। মঙ্গলবার কিউবার সরকারি টেলিভিশনে সেদেশের বিদ্যুৎ দফতরের প্রধান ঘোষণা করেছেন, বৈদ্যুতিক ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে দ্বীপব্যাপী ব্ল্যাকআউট হয়েছে। ফলে এক কোটি ১০ লাখ মানুষ অন্ধকারে রয়েছেন।

আরও পড়ুন-মৃত্যু বেড়ে ৬৪

Latest article