সংবাদদাতা, হুগলি : ডিভিসির ছাড়া জলে বিপুল ক্ষতির মুখে পোলবা থানার অন্তর্গত মহানাদ পঞ্চায়েতের মেঘসার গ্রামের বিস্তীর্ণ অঞ্চলের চাষিরা। রাজ্যকে ফের না জানিয়েই ফের জল ছেড়েছে ডিভিসি। তাদের খামখেয়ালিপনার জেরে প্রায় কয়েকশো বিঘা জমি জলের নিচে। এখানে অধিকাংশ জমিতেই চাষ হচ্ছিল আলু, শসার মতো সবজির। চাষিরা সকালে এসে দেখেন তাঁদের আলু এবং শসার জমি পুরো ভেসে গেছে ডিভিসির ছাড়া জলে।
আরও পড়ুন-স্বামীর সঙ্গে না থাকলেও ভরণপোষণের টাকা পাবেন স্ত্রী
সমবায় থেকে লোন নিয়ে কেউ পাঁচ বিঘে চাষ করেছে আলু, আবার কেউ দু’বিঘে চাষ করেছে শসা। এদিকে জমি ভেসে যাওয়ায় মাথায় হাত পড়েছে চাষিদের। কারণ যে ক্ষতি হয়েছে তাতে চাষ মাথায় উঠেছে। এই পরিস্থিতিতে কীভাবে তাঁরা লোনের টাকা পরিশোধ করবেন তাই নিয়েই চিন্তার ভাঁজ চাষিদের কপালে। চাষিরা জানিয়েছেন, সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন করেছেন তাঁরা। পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে গিয়ে চাষিদের সঙ্গে কথা বলেন। আশ্বাস দেন তাঁদের সম্পূর্ণভাবে সাহায্য করার। পঞ্চায়েত প্রধান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০০ বিঘে। ডিভিসির ছাড়া জলে চাষিদের বিরাট ক্ষতি হয়ে গেল। বিডিওকে বিষয়টি জানানো হয়েছে।