এগরায় কালচারাল কার্নিভাল, প্রাণিত নতুন প্রজন্ম

Must read

অংশুমান চক্রবর্তী: পূর্ব মেদিনীপুরের মহকুমা শহর এগরায় স্বর্ণময়ী উচ্চতর বালিকা বিদ্যালয়ে সাড়ম্বর হল ‘এগরা কালচারাল কার্নিভাল ২০২৫’। এক সুতোয় বাঁধা পড়লেন এলাকার মানুষজন। শিল্প, সাহিত্য, সংস্কৃতির হাত ধরে। জমজমাট এই কালচারাল কার্নিভালের পিছনে যিনি, তিনি বয়সে নবীন। এগরার ভূমিপুত্র সৌরভ বিশাই। সাহিত্য সংস্কৃতির প্রতি নিবেদিতপ্রাণ যুবক। শব্দসাঁকো পত্রিকা এবং বার্তা প্রকাশনের মাধ্যমে পূরণ করে চলেছেন বহু নবীন লেখকের স্বপ্ন। সৌরভ ডেকেছিলেন সবাইকে। এলাকার মানুষজন পাশে দাঁড়িয়েছেন। সকালে বেরোয় বর্ণময় শোভাযাত্রা। অংশ নেন প্রায় তিনশো মানুষ। ছিলেন এগরার ২৬টি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবক, শিক্ষক শিক্ষিকারা। সঙ্গে ঢাকির দল। শোভাযাত্রা শেষে হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। পাশাপাশি ছিল রক্তদান কর্মসূচি। সন্ধ্যায় বসেছিল চাঁদের হাট। উদ্বোধন করেন সাংবাদিক-সাহিত্যিক কুণাল ঘোষ। ছিলেন বিধায়ক তরুণ মাইতি, পুর চেয়ারম্যান সুপ্রকাশ গিরি প্রমুখ। অতিথিরা প্রকাশ করেন উৎসব স্মরণিকা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সৌরভ বিশাইয়ের লেখা বই ‘দ্য মমতা ব্যানার্জি ওয়ে’। শিশুশিল্পী অনীক জানার গান শ্রোতাদের মন জয় করে।

আরও পড়ুন-এবার হাসপাতালে ভর্তি না হলেও মেডিক্লেমের সুবিধা পাওয়া যাবে

Latest article