মেলবোর্ন, ২৩ ডিসেম্বর : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট ম্যাচ। কিন্তু ২২ গজে বল গড়ানোর আগেই প্র্যাকটিস পিচ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভারতীয় শিবির মনে করছে, তাদের যে প্র্যাকটিস পিচ দেওয়া হয়েছে, তাতে ঘাস নেই এবং পুরনো। বল উইকেটে পড়ে বাউন্সও কম করছে। এই নিয়ে সাফাই দিলেন মেলবোর্নের পিচ কিউরেটর ম্যাট পেগ।
আরও পড়ুন-বর্গি ঠেকাতে আসা পর্তুগিজেরা মীরপুর গির্জায় মেতে ওঠেন
সোমবার ভারতীয় দলের প্র্যাকটিস ছিল না। তবে অস্ট্রেলিয়া দল অনুশীলন করেছে। এদিন প্যাট কামিন্সদের যে উইকেটে প্র্যাকটিস করতে দেখা গিয়েছে, তাতে গতি ও বাউন্স দুটোই ছিল বেশি। কোনও ফাটল ছিল না। এদিকে, শনিবার ও রবিবার যে প্র্যাকটিস পিচে ভারতীয় দল নেট করেছে, তাতে বল পড়ে কোমরের উচ্চতাতে উঠছিলই না। এই নিয়ে রবিবার মিডিয়ার মুখোমুখি হয়ে অভিযোগ করেছিলেন ভারতীয় পেসার আকাশ দীপ।
এই বিতর্কের মধ্যেই সোমবার কিউরেটর জানিয়েছেন, ‘‘এর পিছনে কোনও চক্রান্ত নেই। এটা খুব স্বাভাবিক ঘটনা। আমরা সাধারণত টেস্ট শুরুর তিনদিন আগেই নেট করার জন্য নতুন পিচ দিয়ে থাকি। ভারত আমাদের আগেই জানিয়েছিল, শনি ও রবিবার নেট প্র্যাকটিস করবে। তাই ওদের পুরনো পিচ দেওয়া হয়েছে। আজ যদি ওরা প্র্যাকটিস করত, তাহলে নিয়ম মেনে নতুন প্র্যাকটিস পিচ দেওয়া হত। যেটা অস্ট্রেলিয়াকে দেওয়া হয়েছে। এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই।’’
আরও পড়ুন-সেতু তৈরির জমি-ভিক্ষায় দাতাদের দুয়ারে ড. হুমায়ুন
বক্সিং ডে টেস্টের ২২ গজ কেমন হবে, তা নিয়েও সোমবার মুখ খুলেছেন কিউরেটর। তাঁর বক্তব্য, ‘‘এই সিরিজে আমরা তিনটে দুর্দান্ত টেস্ট ম্যাচ দেখেছি। এবার আমাদের পালা। আমরা নতুন কিছু করার চেষ্টা করিনি। গত কয়েক বছর ধরে পিচ যেমন হচ্ছে, এবারও তেমনটাই হবে।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘সাত বছর আগেই আমরা পিচ নিয়ে নতুন পরিকল্পনা করেছিলাম। সেই পরিকল্পনা অনুযায়ী, এবার উইকেটে ঘাস থাকছে। ফলে জোরে বোলাররা শুরুতে পিচ থেকে সাহায্য পাবে। তবে বল পুরনো হলে, স্পিনাররাও সুবিধা পাবে। তবে পিচে যেহেতু ৬ মিলিমিটার ঘাস থাকছে, তাই পিচ খুব একটা ভাঙবে না। তবে পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। তাপমান ৪০ ডিগ্রি থাকলে, পিচে ফাটল ধরতেই পারে।’’
এদিকে, রবিচন্দ্রনের পরিবর্ত হিসাবে সিরিজের শেষ দুই টেস্টে ভারতীয় দলে নেওয়া হল মুম্বইয়ের স্পিনার অলরাউন্ডার তানুশ কোটিয়ানকে।