যোগী রাজ্যে প্রোমোটিংয়ের থাবা থেকে বাদ পড়েনি তাজমহলের সংরক্ষিত এলাকা। সেই এলাকায় গাছ কাটার অভিযোগে এবার কড়া সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৪৫৪ গাছ কাটার অপরাধে গাছ প্রতি এক লক্ষ টাকা জরিমানা ধার্য শীর্ষ আদালতের। সেইসঙ্গে আদালতের পর্যবেক্ষণ, এমন শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এমন অপরাধের সাহস কেউ না করে।
সংরক্ষিত তাজ ট্রাপেজিয়াম জোনে গাছ কাটার ঘটনায় সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি অভয় এস ওকা ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ গাছ কাটায় অভিযুক্ত পক্ষকে কড়া শাস্তির নির্দেশ দেয়। এই অভিযোগে সেন্ট্রাল এম্পাওয়ারড কমিটি তদন্ত চালিয়েছিল। তারাই গাছ প্রতি ১ লক্ষ টাকা জরিমানার সুপারিশ করেছিল।
আরও পড়ুন: এবার আমেরিকায় নির্বাচনী প্রক্রিয়ায় বড় পরিবর্তন! আদেশনামায় স্বাক্ষর ট্রাম্পের
অভিযুক্ত ব্যক্তি সুপ্রিম কোর্টে জরিমানার অংক কমানোর আবেদন করেছিলেন। সেই আবেদনে কান দেয়নি সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণ ৪৫৪ গাছ কাটা জঘন্য অপরাধ। এটা বহু মানুষের হত্যার সমান, বা তার থেকেও বড় অপরাধ। এই বিপুল পরিমাণ গাছ আবার জন্মাতে অন্তত ১০০ বছর সময় লাগবে। সিইসি-র সুপারিশ অনুযায়ী শাস্তি বহাল রাখল আদালত।
অভিযুক্তকে জরিমানা করার পাশাপাশি সংরক্ষিত এলাকার আশেপাশে নতুন করে গাছ লাগানোর অনুমতি দেয় শীর্ষ আদালত। বন দফতরকে এই জরিমানার টাকা আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।