মঙ্গলবার সকালেই কলকাতায় পৌঁছলেন বাংলার নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস (Kolkata- CV Ananda Bose)। বুধবারই শপথ বাক্য পাঠ করবেন তিনি। তার আগেই সস্ত্রীক কলকাতায় হাজির তিনি। মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন সিভি আনন্দ বোস। আজ নয়া রাজ্যপালকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শশী পাঁজা ও অনান্যরা। রাজ্যের তরফে বিমানবন্দরেই তাঁকে ‘গার্ড অফ অনার’ জানানো হয়। বিমানবন্দর থেকে বেরিয়ে রাজভবনের উদ্দেশে রওনা হন তিনি।
আরও পড়ুন-একী অনাচার! চলছে বুলডোজার! এরা নাকি দলিত-দরদি ?
মঙ্গলবার সকাল ৯টার কিছু পরে স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে কলকাতা বিমানবন্দরে পৌঁছন রাজ্যের নয়া রাজ্যপাল আনন্দ বোস (Kolkata- CV Ananda Bose)। বুধবার তাঁকে শপথ বাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। যদি কোনও কারণে প্রধান বিচারপতি অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে সবথেকে প্রবীণ বিচারপতি যিনি থাকবেন, তিনি শপথবাক্য পাঠ করাবেন। জানা গিয়েছে, শপথের পর দুই একদিন কলকাতায় থাকবেন তিনি। তারপর আবার দিল্লি ফেরার কথা রয়েছে তাঁর।