বর্ষা আসার আগেই ঘূর্ণিঝড়? সাগরে নিম্নচাপ

তবে গত দশকে দেরি হয়েছে রাজ্যে বর্ষার আগমন। কেরলে দেরিতে বর্ষা ঢুকছে। তাই পশ্চিমবঙ্গে আরও দেরিতে বর্ষা আসবে।

Must read

আইএমডি তরফে জানা গিয়েছিল এবছর ১ জুনের বদলে কেরলে (Kerala) বর্ষা (Monsoon) ঢুকতে পারে ৪ মে। বাংলায় এর প্রভাব কয়েকদিন পর পড়বে। পশ্চিমবঙ্গে বর্ষা আসার নির্ধারিত সময় হল জুনের দ্বিতীয় সপ্তাহ। তবে গত দশকে দেরি হয়েছে রাজ্যে বর্ষার আগমন। কেরলে দেরিতে বর্ষা ঢুকছে। তাই পশ্চিমবঙ্গে আরও দেরিতে বর্ষা আসবে।

আরও পড়ুন-ধৃতদের দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের, গাঁজা পাচারের কিং পিন নিশীথের ঘনিষ্ঠ

আগামী ৬ এবং ৭ জুন আরব সাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বলে জানা গিয়েছে। এই অবস্থায় মৌসুমী বায়ু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। এদিকে বঙ্গোপসাগরেও আগামী কয়েকদিনে একটি নিম্নচাপ দেখা দিতে পারে।

বর্ষা আসার আগে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী ৩ জুন মায়ানমারের ইয়াঙ্গনের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে ৮ জুন পৌঁছবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে।

আরও পড়ুন-জকোভিচকে নিয়ে নিন্দায় মুখর ফ্রান্স

এই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ বা ওড়িশা উপকূলের দিকে ধেয়ে আসতে পারে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০০ কিলোমিটার ছাড়াতে পারে। মৌসম ভবন এখন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিতে নারাজ। ঘূর্ণিঝড়ের নামকরণের তালিকা অনুসারে যে ঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে ‘বিপর্যয়’, আরেকটির নাম হবে ‘গতি’।

Latest article