ঘূর্ণিঝড়ে মৃত শতাধিক

প্রবল ঘূর্ণিঝড় ফ্রেডি প্রাণ কাড়ল শতাধিক মানুষের। সোমবার পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের দক্ষিণাঞ্চলে এই প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে।

Must read

প্রবল ঘূর্ণিঝড় ফ্রেডি প্রাণ কাড়ল শতাধিক মানুষের। সোমবার পূর্ব আফ্রিকার দেশ মালাউইয়ের দক্ষিণাঞ্চলে এই প্রবল ঘূর্ণিঝড় আছড়ে পড়ে। ওই ওই দেশের বাণিজ্যিক রাজধানী ব্লানটায়ারে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, ব্লানটায়ারে অন্তত ৮৫ জনের মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ।

আরও পড়ুন-আইএসএল ফাইনাল, বেঙ্গালুরু ম্যাচের ভাবনা ফেরান্দোর

আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ মালাউইয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেদেশের প্রেসিডেন্ট মৃতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ সামগ্রী পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি। পাশাপাশি আন্তর্জাতিক মহলে আর্থিক সাহায্যের আবেদনও জানিয়েছেন।

Latest article