দুর্বল সেনিয়র, শক্তি বাড়াচ্ছে দিতওয়াহ

Must read

প্রতিবেদন : একদিকে যেমন দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় সেনিয়ার ঠিক সেই সময়েই বঙ্গোপসাগরে তৈরি হল নতুন ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ’ (cyclone ditwah)। যদিও এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় তেমন পড়বে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলে দেখা যায় তা শীত প্রবেশের ক্ষেত্রে সহযোগী উত্তুরে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়ায়। কিন্তু এক্ষেত্রে সে-সম্ভাবনা নেই বলেই আশ্বস্ত করেছেন আবহাওয়াবিদেরা। এই নতুন ঘূর্ণিঝড় ৩০ নভেম্বর অর্থাৎ রবিবার সকালে উত্তর তামিলনাড়ু, পুদুচেরির কাছে উত্তর-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূলে পৌঁছবে।

আরও পড়ুন- বাংলায় কথা বলায় শ্রমিকদের মারধর, জয় শ্রীরাম বলতে জোর! ওড়িশায় বজরং দলের বিরুদ্ধে অভিযোগ

তবে ঘূর্ণিঝড়ের (cyclone ditwah) প্রভাব তেমন না পড়লেও এখনই জাঁকিয়ে শীত পড়ছে না বঙ্গে। ২ ডিসেম্বরের আগে তেমনভাবে শীত অনুভূত হবে না। ৪ তারিখ থেকে তাপমাত্রা নামতে পারে ১৫ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ারে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

Latest article