তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণে

উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণবঙ্গে আরও কিছুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে।

Must read

প্রতিবেদন : উত্তর বঙ্গোপসাগরে (Bay of Bengal) নতুন করে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এর জেরে দক্ষিণবঙ্গে আরও কিছুদিন বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তরে আর নতুন করে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের অনুমান অনুযায়ী সপ্তাহ-শেষে গোটা রাজ্য থেকে বিদায় নেবে বর্ষা। শুক্রবার ঝড়বৃষ্টি হতে পারে কলকাতা ও হাওড়াতেও। শনিবারের পর থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। তার পর আর তেমন বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

আরও পড়ুন-সামনে SIR-আড়ালে NRC! বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ। কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টিও কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। ক্রমশ কমবে সেই বৃষ্টির সম্ভাবনাও। দক্ষিণে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা। দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বৃষ্টির সতর্কতা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইবে।

Latest article