প্রতিবেদন : পারদ নিম্নমুখী হলেও এখনই জাঁকিয়ে শীত পড়বে না বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। এবার সেই শীতের পথেই অন্তরায় হয়ে দাঁড়াল নিম্নচাপের ভ্রুকুটি। সাগরে ফের ঘূর্ণাবর্তের আশঙ্কা তৈরি হয়েছে। মৌসম ভবন জানিয়েছে, নভেম্বরে সমুদ্রে নতুন করে ঘূর্ণিঝড়ের (Cyclone) আশঙ্কা তৈরি হচ্ছে। যদি ঘূর্ণিঝড় জন্ম নেয় তাহলে সেক্ষেত্রে ওয়েদার সিস্টেম বিঘ্নিত হতে পারে। বুধবার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কথা যেটা পরবর্তী ৪৮ ঘণ্টায় পশ্চিম ও উত্তর-পশ্চিমে এগোবে। এই সময়ের মধ্যে ওই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে প্রথমে নিম্নচাপ এবং পরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। সৌদি আরবের দেওয়া এবারের এই ঘূর্ণিঝড়ের (Cyclone) নাম হতে পারে ‘ফেনাজেল’। অবাধ উত্তুরে হাওয়াতে আরও পাঁচ দিন শীতের স্পেল থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা এবং ধোঁয়াশা থাকতে পারে। মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। আগামী পাঁচ দিনে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। দক্ষিণের জেলায় জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে।
আরও পড়ুন-সশক্তীকরণের চাবি সমবায়