আসছে ঘূর্ণাবর্ত, পুজোয় বৃষ্টির সম্ভাবনা

যদিও এখনও এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি হাওয়া অফিস। করোনা সংক্রমণ কাটিয়ে এবার অনেকদিন পর ফের পুরনো মেজাজে পুজোর বাংলা।

Must read

প্রতিবেদন: রাজ্য জুড়ে এখন পুজোর হাওয়া। পুজো উদ্বোধনও শুরু হয়ে গিয়েছে। কেনাকাটা চূড়ান্ত পর্বে। মহালয়া থেকেই প্যান্ডেলে জমছে ভিড়। আর দু’চার দিনের মধ্যে এই ভিড় যে আরও কয়েকগুণ বাড়বে তা বলাই বাহুল্য। কিন্তু পুজোর মুখেই রাজ্যবাসীর জন্য দুঃসংবাদ শোনাল আবহাওয়া দফতর। সোমবার হাওয়া অফিস জানিয়ে দিল এ বছর পুজোয় উত্তর থেকে দক্ষিণ বাংলাকে ভাসাতে পারে বৃষ্টি। এদিন দুপুরে এমনই আশঙ্কার কথা শোনালেন আলিপুর আবহাওয়া দফতরের শীর্ষকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-ফের ভাঙন ফরওয়ার্ড ব্লকে

যদিও এখনও এ বিষয়ে নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেনি হাওয়া অফিস। করোনা সংক্রমণ কাটিয়ে এবার অনেকদিন পর ফের পুরনো মেজাজে পুজোর বাংলা। সোমবার দুপুরে সাংবাদিক বৈঠকে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ১ অক্টোবর ষষ্ঠীর দিন উত্তরপূর্ব বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। যার জেরে ২ অক্টোবর সপ্তমী থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে পারে। উত্তরবঙ্গে ৪ অক্টোবর থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তা চলবে ৫ অক্টোবর পর্যন্ত। তবে ১ তারিখের আগে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে। পুজোর মুখে আবহাওয়া দফতরের এই পূর্বাভাস চিন্তায় ফেলে দিয়েছে পুজো উদ্যোক্তা ও দর্শনার্থীদের। তবে আশার কথা একটাই, আপাতত শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এই সুযোগকেই এখন কাজে লাগাতে চাইছেন পুজোপাগল শহরবাসী।

Latest article