মঙ্গলবারেই ল্যান্ডফল ‘মন্থা’র

Must read

প্রতিবেদন : মঙ্গলবার সন্ধ্যায় কাকিনারাতে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় ‘মন্থা’র (Cyclone Montha Alert)। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রবল সম্ভাবনা। ল্যান্ডফলের সময় গতিবেগ সর্বোচ্চ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। ২৮ অক্টোবর মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ২৭ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে পরামর্শ দেওয়া হয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গে জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরের জেলায় রবিবার থেকে ভারী বৃষ্টি হবে। তবে বুধবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে। উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে মালদা, উত্তর দিনাজপুরে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে আগামী দু’দিন বৃষ্টির সম্ভাবনা নেই। দিনভর পরিষ্কার আকাশ। দক্ষিণা বাতাসের দাপট থাকবে। সোমবার রাতে আবহাওয়ার পরিবর্তন হবে। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা শহরে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। কৃষকদের পরামর্শ, মাঠে পাকা ফসল থাকলে তা তুলে নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষীদের। নিচু এলাকায় জল জমতে পারে। পাহাড়ের দৃশ্যমানতা কমতে পারে ভারী বৃষ্টির কারণে (Cyclone Montha Alert)।

আরও পড়ুন- অসমের শ্রমিকরাও বাংলাদেশি! বিজেপি সাংসদের তকমায় তোপ দাগলেন তৃণমূল

Latest article