প্রতিবেদন: স্বস্তির কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা চলতি সপ্তাহে। বুধবার পশ্চিমের ৩-৪ জেলায় বৃষ্টিপাতের আশঙ্কা। ক্রমশ উপকূল ও পশ্চিমের জেলায় বাড়বে বৃষ্টির পরিমাণ। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস। থাকবে বজ্রপাতের আশঙ্কা।
আরও পড়ুন-‘অঞ্চলে আঁচল’ পেতে ‘লক্ষ্মী’দের কাছে যাচ্ছে তৃণমূল
ছত্রিশগড় থেকে তামিলনাড়ু পর্যন্ত অক্ষরেখা। এই অক্ষরেখার টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এছাড়াও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। এর ফলেই বৃষ্টিপাত হবে। বৃষ্টির ফলে দাবদাহ থেকে কিছুটা মুক্তি মিলবে। সর্বোচ্চ তাপমাত্রা কমবে। যদিও পশ্চিমের কিছু জেলায় প্রায় একই রকম থাকবে তাপমাত্রা। কিন্তু তাপমাত্রা কমলেও বাতাসে বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ। ফলে অস্বস্তি বাড়বে।