চেন্নাই: বিশ্বনাথন আনন্দকে (Viswanathan Anand) সরিয়ে যেদিন বিশ্ব র্যাঙ্কিংয়ের নিরিখে দেশের এক নম্বর দাবাড়ু হলেন ১৭ বছরের ডি গুকেশ (D. Gukesh), সেদিনই সদ্য বিশ্বকাপ দাবায় রানার্স আপ প্রজ্ঞানন্দকে সংবর্ধিত করল ভারত সরকার। আসন্ন এশিয়ান গেমসে দাবায় সোনার পদক জিতবে ভারত, আশাবাদী দেশের বিস্ময় দাবাড়ু।
প্রজ্ঞানন্দ বলেছেন, গত কয়েক মাস আমি খুব ভাল করছি। বিশ্বকাপ দাবায় পারফরম্যান্স আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। এশিয়ান গেমসে ভারতীয় দল খুব শক্তিশালী। আমাদের সোনা জয়ের খুব ভাল সুযোগ রয়েছে।
চৌষট্টি খোপের লড়াইয়ে প্রজ্ঞার সাফল্যের মধ্যেই শুক্রবার ভারতীয় দাবার জন্য এল আরও এক সুখবর। এশিয়াড দলে প্রজ্ঞার সতীর্থ চেন্নাইয়েরই কিশোর গুকেশ (D. Gukesh) বিশ্ব র্যাঙ্কিংয়ে ৮ নম্বরে উঠে এলেন। গত ৩৭ বছর দেশের এক নম্বর দাবাড়ু থাকা আনন্দ র্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে এখন ৯ নম্বরে। সেরা দশে এখন শুধু গুকেশ ও আনন্দই রয়েছেন। প্রজ্ঞার র্যাঙ্কিং ১৯। র্যাঙ্কিংয়ের বিচারে দেশের তিন সেরা দাবাড়ু এখন এঁরাই। আনন্দের এলো রেটিং এখন ২৭৫৪। গুকেশের ২৭৫৮। প্রজ্ঞার ২৭২৭। র্যাঙ্কিংয়ের বিচারে প্রজ্ঞা এখন দেশের তৃতীয় সেরা দাবাড়ু। বিশ্ব র্যাঙ্কিংয়ে সেরা ৩০ জনের মধ্যে মোট পাঁচজন ভারতীয় রয়েছেন। বাকি দু’জন হলেন সন্তোষ গুজরাটি (২৭) ও অর্জুন এরিগাইসি (২৯)। ৫ সেপ্টেম্বর থেকে কলকাতায় গুকেশ, প্রজ্ঞানন্দরা টাটা স্টিল দাবায় অংশ নেবেন।
আরও পড়ুন- বৃষ্টির আবহেই আজ ভারত-পাক দ্বৈরথ