ডিএ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্ধারিত সময়ে হলফনামা জমা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। ৪ নভেম্বর হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে অর্থ দফতর। সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে কর্মচারী সংগঠনগুলি। ৯ নভেম্বর সেই মামলার শুনানি রয়েছে।
আরও পড়ুন-দেবীর বিদায়লগ্নে চন্দননগরের কার্নিভালে আলোর উৎসব, উচ্ছ্বাসের মাঝেই বিষাদের সুর
তার আগে ৪ নভেম্বরের মধ্যে রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবকে হলফনামা দিয়ে ডিএ মেটানো নিয়ে নিজেদের অবস্থান জানানোর কথা হাইকোর্টে। নির্দেশ মেনে নির্ধারিত সময়ে হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন প্রশাসনের শীর্ষকর্তারা। এখনই সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা তেমন নেই বলে জানা গিয়েছে। তবে সবটাই নির্ভর করছে পরিস্থিতির উপর।