ঘোষণা মতোই ১ এপ্রিল থেকে সরকারি কর্মীদের ডিএ বিজ্ঞপ্তি

মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। নতুন অর্থ বছরের শুরু থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবেন।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত মহার্ঘভাতা মিলবে ১ এপ্রিল থেকেই। মঙ্গলবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। নতুন অর্থ বছরের শুরু থেকেই রাজ্য সরকারি কর্মচারীরা ১৮ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবেন।

আরও পড়ুন-বাংলাকে বাদ দিয়ে তিস্তা-ফরাক্কা চুক্তি নয়:সংসদে ঋতব্রত

রাজ্য বাজেটেই এবার ঘোষণা করা হয়েছিল ৪ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির কথা। ১ এপ্রিল থেকে ওই বর্ধিত মহার্ঘভাতা মিলবে বলে রাজ্য সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়। সেইমতো অর্থ দফতর বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল ১ এপ্রিল বর্ধিত মহার্ঘভাতা পাবেন কর্মীরা। রাজ্যের সরকারি বিভিন্ন দফতর ছাড়াও সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-অশিক্ষক কর্মচারী, স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা, পঞ্চায়েত, পুরসভার কর্মী ও রাজ্য সরকারি পেনশনভোগীরাও বাড়তি মহার্ঘভাতা পাবেন। এবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, পে কমিশনের টাকা-সহ বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা। ফলে বেতনের পরিমাণ অনেকটাই বাড়বে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে মোট চারটি দফায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আর এবারের বাজেটে পঞ্চম দফায় ডিএ বাড়ানো হবে বলে আশায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই আশাপূরণ হয়েছে এবার। রাজ্য সরকারি কর্মচারীদের সেই বর্ধিত মহার্ঘ ভাতা মিলবে ১ এপ্রিল।

Latest article