প্রতিবেদন : বাজেটে (State Budget) রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিয়ে আরও ৪ শতাংশ বৃদ্ধি করা হল ডিএ। পয়লা এপ্রিল থেকেই এই অতিরিক্ত মহার্ঘ ভাতা কার্যকর হবে। এর জেরে এবার থেকে ১৮ শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ১২৫ শতাংশ ডিএ বেসিক পে-র সঙ্গে যুক্ত করে নতুন বেসিক পে ধার্য হয়। সেইমতো ডিএ ও বেসিক পে বেড়ে হল ১২৯ শতাংশ। এই বর্ধিত ডিএ কার্যকর হবে ১ এপ্রিল ২০২৫ থেকে। বুধবার বাজেট (State Budget) বক্তৃতায় স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এখন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এদিন ৪ শতাংশ ডিএ বাড়িয়ে ১৮ শতাংশ করা হল। বাজেট পেশের সময় চন্দ্রিমা বলেন, রাজ্যের উন্নয়নে সরকারি কর্মচারীদের অবদান অনস্বীকার্য। আমাদের সরকার সরকারি কর্মচারীদের প্রতি সবসময় সহানুভূতিশীল। আপনারা জানেন যে বিগত বামফ্রন্ট সরকার পঞ্চম বেতন কমিশনের সুপারিশের মাত্র ৩৫ শতাংশ ডিএ দিয়েছিল। আমরা ক্ষমতায় আসার পর ধাপে ধাপে বাড়িয়ে ১২৫ শতাংশ পর্যন্ত ডিএ দিয়েছিলাম। এরপর ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ মেনে ১২৫ শতাংশ ডিএ বেসিক পে-র সঙ্গে যুক্ত করে নতুন বেসিক পে ধার্য হল ১২৯ শতাংশ। এর ফলে সরকারি কর্মচারী, আধা সরকারি কর্মচারী, শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং পেনশনভোগীদের উপর মূল্যবৃদ্ধির বোঝা কিছুটা লাঘব হবে।
আরও পড়ুন- শুধু আর্থিক বরাদ্দের খতিয়ান নয় মানবসম্পদের সমৃদ্ধিকরণের পথচিত্র