দাদাসাহেব ফালকে আশা পারেখকে

ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য স্বর্ণযুগের অভিনেত্রী আশা পারেখকে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।

Must read

প্রতিবেদন : ভারতীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য স্বর্ণযুগের অভিনেত্রী আশা পারেখকে দাদাসাহেব ফালকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র। ৩০ সেপ্টেম্বর পদ্মশ্রী অভিনেত্রীর হাতে তুলে দেওয়া হবে এই সম্মান। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ট্যুইট করে বলেছেন, এ বছর দাদাসাহেব ফালকে সম্মান দেওয়া হবে অভিনেত্রী আশা পারেখকে।

আরও পড়ুন-কোপ গরিব কল্যাণ যোজনায়

মাত্র ১০ বছর বয়সে বলিউডে যাত্রা শুরু হয়েছিল অভিনেত্রীর। তখন তাঁকে বলা হত বেবি আশা পারেখ। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে শিশুশিল্পী আশা পারেখকে দেখে তাঁর অভিনয় ক্ষমতা বুঝতে ভুল করেননি সে সময়কার নামজাদা পরিচালক বিমল রায়। ১৯৫২ সালে বিমল রায়ের ছবি মা-তে শিশুশিল্পী হিসাবে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। ১৯৫৯ সালে দিল দে কে দেখো ছবিতে শাম্মি কাপুরের বিপরীতে অভিনয় করে বলিউড জগতে পাকা জায়গা করে নেন তিনি। বক্স অফিসে সুপারহিট হয়েছিল সেই ছবি। একসময় বলিউডের হায়েস্ট পেইড অভিনেত্রী ছিলেন তিনি। ১৯৯৫ সালে অভিনয় জীবন থেকে অবসর নেন আশা পারেখ। তবে অভিনয় করা থেকে সরে দাঁড়ালেও চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়ালের প্রযোজনা শুরু করেন তিনি। ২০০২ সালে ফিল্ম ফেয়ার জীবনকৃতি ও ২০০৭ সালে লিভিং লিজেন্ড অ্যাওয়ার্ড দেয় ফিকি।

Latest article