দক্ষিণেশ্বর থানা আসবে হাওড়া কমিশনারেটের অধীনে! জানালেন মুখ্যমন্ত্রী

Must read

এবার হাওড়া কমিশনারেটের অধীনে আসবে দক্ষিণেশ্বর থানা। শুক্রবার নবান্নে বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বর্তমানে বারাকপুর কমিশনারেটের অধীনে রয়েছে দক্ষিণেশ্বর এলাকা। তবে এবার তা হাওড়া পুলিশ কমিশনারেটের অধীনে আনতে হবে বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- ট্রাম্প ক্ষমতায় এলে জীবনধারনের মানে উন্নতি বিপদে পড়বে, কমলাকে চিঠি ১০৫ নোবেলজয়ীর

মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানান, দক্ষিণেশ্বরকে হাওড়া কমিশনারেটের অধীনে নিয়ে আসতে হবে। ওটা এখন বারাকপুর কমিশনারেটের আওতাধীন। তিনি জানিয়েছেন, বেলুরমঠ হাওড়া কমিশনারেটের এলাকার অংশ। ঠিক একইভাবে বালি ব্রিজ সংলগ্ন গঙ্গার পূর্বপাড়ে অবস্থিত দক্ষিণেশ্বরকেও একই কমিশনারেটের মধ্যে নিয়ে এলে, কাজে সুবিধে হবে।

এপ্রসঙ্গে রাজ‌্য পুলিশের ডিজি রাজীব কুমারের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, “তুমি শুধু পুলিশ নিয়ে ভাবছ। আমাকে গোটা রাজ্য নিয়ে ভাবতে হয়। দক্ষিণেশ্বরকে হাওড়া কমিশনারেটের মধ্যে নিয়ে আসতে হবে।”

Latest article