পাওনা টাকা চাইতে গিয়ে শারীরিক নিগ্রহের শিকার এক দলিত কর্মী। ওই কর্মীকে চাটানো হল মালকিনের জুতো। একইসঙ্গে আরও পাঁচজন মিলে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করলেন ওই ব্যক্তিকে। ডবল ইঞ্জিন সরকারের গুজরাতের (Dalit- Gujarat) এই ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সকলেই। নিগ্রহের পর দলিত ব্যক্তিকে ক্ষমা চাইতেও বাধ্য করে তাঁর মালকিন। আক্রান্ত দলিত ব্যক্তির নাম নীলেশ দালসানিয়া। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আরও পড়ুন: পুরোপুরি বন্ধ হল দিল্লির আফগানিস্তান দূতাবাস
জানা গিয়েছে, নিজের প্রাপ্য টাকা চাইতে গেছিলেন নীলেশ। গত অক্টোবর মাসে রানিবা প্যাটেল নামে এক মহিলার সংস্থায় সেলস ম্যানেজার হিসাবে যোগ দিয়েছিলেন তিনি। যদিও কাজ শুরু করার সপ্তাহ দুয়েক পরেই তাঁকে বরখাস্ত করা হয়। এরপর চলতি মাসে ১৫ দিনের বকেয়া ১২ হাজার টাকা মাইনে চেয়ে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেন তিনি। কিন্তু মাইনে হাতে পাননি নীলেশ। কয়েকদিন আগে সোজা অফিসে গিয়ে মাইনে চাইলে রানিবা তাঁকে নিজের জুতো চাটান বলে খবর। সেখানে থাকা আরও পাঁচ কর্মী মিলে বেল্ট দিয়ে মারধর করেন ওই দলিতকে (Dalit- Gujarat)। এরপর জোর করে মিথ্যে কথা বলিয়ে ভিডিও রেকর্ড করানো হয়। বিনা অপরাধে ক্ষমা চাইতেও বাধ্য করা হয়। নীলেশের দুই দাদাকেও মারা হয়। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে আটক করেছে মোরবি পুলিশ।