প্রতিবেদন : স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতিবিদ্বেষ আর বিভাজনের কদর্য ছবি দেখা গেল রাজস্থানে (Rajasthan)। শুধুমাত্র দলিত হওয়ার অপরাধে মার খেয়ে প্রাণ দিতে হল। রাজস্থানের ঝালোরে শিক্ষকের বেদম মারে মৃত্যু হল ৯ বছরের দলিত ছাত্রের। দলিত হয়েও কেন ওই অবোধ নাবালক শিক্ষকদের পান করার জন্য রাখা পানীয় জলের পাত্র ছুঁয়েছিল? এই প্রশ্ন তুলে বেদম মারধর করা হয় তাকে। এক শিক্ষকের প্রবল মারেই শেষ পর্যন্ত প্রাণ হারায় ছাত্রটি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের ঝালোর জেলার এক বেসরকারি স্কুলে। কংগ্রেস শাসিত রাজ্যে দলিত ছাত্রের মৃত্যুর ঘটনা সামনে আসতেই দলের শীর্ষ নেতা রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এমন গুরুত্বপূর্ণ ঘটনার পরেও তিনি নীরব কেন, প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। দেশের কোথাও কোনও ঘটনা ঘটলে সোচ্চার হয়ে ওঠেন রাহুল। অথচ কংগ্রেস শাসিত রাজস্থানে নাবালক দলিত ছাত্রকে পিটিয়ে খুনের মতো ভয়ঙ্কর ঘটনা ঘটলেও রাহুল এখনও পর্যন্ত নীরব রয়েছেন।
আরও পড়ুন: যোগীরাজ্যে জুলুমবাজি: পতাকা না কিনলে রেশন নয়
সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, রাজস্থানের (Rajasthan) শৈলা গ্রামের একটি স্কুলের ছাত্র ইন্দ্র মেঘওয়াল। স্কুলেই শিক্ষকদের জন্য রাখা একটি পানীয় জলের পাত্রে হাত দিয়েছিল সে। দলিত হয়েও পানীয় জলের পাত্রে হাত দেওয়ায় ২০ জুলাই চৈল সিং নামে এক শিক্ষক স্কুলেই তাকে মারধর করে। গুরুতর আহত হয় ইন্দ্র। গুজরাতের আমেদাবাদের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল ইন্দ্রকে। শনিবার রাতে সেই হাসপাতালেই ইন্দ্রর মৃত্যু হয়। মৃত ছাত্রের বাবা সংবাদমাধ্যমে জানিয়েছেন, প্রচণ্ড মারে তাঁর ছেলে স্কুলেই অজ্ঞান হয়ে গিয়েছিল। একাধিক হাসপাতাল ঘুরে আমেদাবাদে হাসপাতালে ভর্তি করিয়েও শেষরক্ষা হয়নি। রবিবার সকালে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।