প্রতিবেদন : যে দেশে চন্দ্রযান পাঠিয়ে বিজ্ঞানের অভাবনীয় সাফল্য উদযাপন করা হচ্ছে, সেখানেই জাতিবিদ্বেষের নামে ভয়ঙ্কর বিদ্বেষের অসংখ্য নমুনা। সাম্প্রতিক একটি ঘটনা রাজস্থানের (Rajasthan)। স্রেফ দলিত হওয়ার অপরাধে স্কুলের তৃষ্ণার্ত নাবালক ছাত্রকে পেটানো হল, কারণ সে তেষ্টা মেটানোর জন্য অন্যত্র জল না পেয়ে শিক্ষকদের জন্য সংরক্ষিত জল পান করেছে। দলিত হয়ে তেষ্টা মেটানোর শাস্তি! এ কোন ভারত? প্রশ্ন উঠছে, এমন দলিত বিদ্বেষী মানসিকতা নিয়ে এই শিক্ষকরা কীভাবে গড়বেন নতুন সমাজ?
দলিত নিগ্রহের ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) ভরতপুরের একটি সরকারি স্কুলে। ছাতিফাটা তেষ্টায় গলাবুক শুকিয়ে আসছিল সপ্তম শ্রেণির এক পড়ুয়ার। কিন্তু কোথাও জল দেখতে না পেয়ে শিক্ষকদের জন্য আলাদা পাত্রে বিশেষভাবে সংরক্ষিত জল থেকেই খানিকটা পান করে তেষ্টা মিটিয়েছিল সে। এর পরিণতি যে ভয়ঙ্কর হতে পারে তা জানা ছিল না দলিত ছাত্রটির। জল পানের অপরাধে বেধড়ক মার দেওয়া হয় তাকে। দলিত ছাত্রটির পরিবার পরে এই বিষয়ে অভিযোগ জানিয়েছে প্রশাসনের কাছে।
আরও পড়ুন-বিনামূল্যে ২৪ হাসপাতালে ডায়ালিসিস
জানা গিয়েছে, গত ৮ সেপ্টেম্বর আর পাঁচটা দিনের মতোই সকালে স্কুলে গিয়েছিল ওই পড়ুয়া। প্রার্থনা পর্বের শেষে তার খুব জল তেষ্টা পেয়েছিল। কিন্তু স্কুলের ট্যাঙ্কে সেই সময় জল ছিল না। কোথাও জল না পেয়ে শিক্ষকদের জন্য সংরক্ষিত জল থেকেই কিছুটা পান করে সে। এরপরই তাকে স্কুলের এক শিক্ষক প্রচণ্ড মারধর করেন বলে অভিযোগ। ছাত্রের পরিবার শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছে। অভিযুক্ত শিক্ষক গঙ্গারাম গুর্জর অন্য ছাত্রদের সামনেই সপ্তম শ্রেণির ওই পড়ুয়াকে লাথিও মারে। ছাত্রের পরিবারের দাবি, তাদের ছেলের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে ভরতপুরের বয়ানা থানার এসএইচও সুনীল কুমার জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।