জাতীয়

যোগীরাজ্যে এবার দলিত অধ্যাপিকার শ্লীলতাহানি

প্রতিবেদন: ফের যোগীরাজ্যে দলিত নিগ্রহ। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে এক দলিত অধ্যাপিকাকে (Dalit Professor) মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল চারজনের বিরুদ্ধে। অভিযুক্তদের তালিকায় রয়েছেন দুই সহকারী অধ্যাপক ও দুই ছাত্র। নিগৃহীত ওই দলিত অধ্যাপিকার অভিযোগ, গত ২২ মে তাঁকে নিগ্রহ করার পর থানায় অভিযোগ জানালেও ২৭ অগাস্ট পর্যন্ত পুলিশ কোনওরকম মামলা দায়ের করতে অস্বীকার করে। এনিয়ে লাগাতার অভিযোগ জানানোর পর শেষপর্যন্ত চাপের মুখে পড়ে মামলা দায়ের করে পুলিশ।
বিজেপি রাজ্যের পুলিশের সাফাই, প্রাথমিক তদন্তের পর দুই সহকারী অধ্যাপক-সহ চার অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগকারী একজন সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার। অধ্যাপিকার (Dalit Professor ) অভিযোগ, তাঁর বিভাগের দুই সহকর্মী এবং দুই ছাত্র, নিয়মিতভাবে তাঁকে বিবস্ত্র করে বিশ্ববিদ্যালয়ে ঘোরানোর হুমকি দিত। ওই দলিত অধ্যাপিকা পুলিশের কাছে তাঁর অভিযোগে জানিয়েছেন, গত ২২ মে দুপুর ২টোর দিকে অভিযুক্তদের একজন আমার চেম্বারে এসে আমাকে আমার পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেয়। আমি আমার চেম্বার থেকে বেরিয়ে এলে বাকিরা আমার বিভাগের দরজা বন্ধ করে দেয়। এদের একজন আমাকে ধরে আমার জামাকাপড় ছিঁড়ে দেয়, আমার শ্লীলতাহানি করে, অন্যরা আমাকে লাথি ও ঘুসি মারে। এবং এই গোটা ঘটনা ক্যামেরাবন্দি করে আর একজন। আমার চিৎকার শুনে কয়েকজন এসে আমায় উদ্ধার করে। আমার অভিযোগের সঙ্গে সিসিটিভি ফুটেজও পুলিশকে দিয়েছি। বুধবার, সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে নিগৃহীত অধ্যাপিকা বলেন, আমি দলিত বলে আমাকে টার্গেট করা হচ্ছে। বিভাগে কাউকে তার পদ থেকে সরিয়ে দিতে অস্বীকার করায় আমার সঙ্গে এসব করা হচ্ছে। তারা আমার উপর চাপ সৃষ্টি করছিল তবে আমি তাদের মাথা নত করিনি। এরফলেই এই ঘটনা ঘটানো হয়েছে। আমি থানায় এবং সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিকদের কাছে বেশ কয়েকটি অভিযোগ দায়ের করেছি। আমি শিক্ষামন্ত্রক, এসসি-এসটি কমিশনে চিঠি দেওয়ার পরেই এফআইআর লিপিবদ্ধ করা হয়।

আরও পড়ুন: দুয়ারে সরকারে প্রবীণরাও বার্ধক্যভাতার আবেদন করতে পারবেন

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

11 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

19 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

44 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago